Book Title: The Fault is of the Sufferer Bengali Author(s): Dada Bhagwan Publisher: Dada Bhagwan Aradhana Trust View full book textPage 9
________________ ভুগছে যে তার ভুল ভাষাতে অন্যায়, কিন্তু ভগবানের ভাষাতে ন্যায় তাে এটাই বলে যে, ‘ভুগছে। যে তার ভুল। এই ন্যায়ে তাে বাইরের ন্যায়াধীশের কোনও কাজ-ই নেই। জগতের বাস্তবিকতার রহস্যজ্ঞান লােকেদের জানা নেই আর যার কারণে ঘুরে মরতে হয় সেই অজ্ঞান-জ্ঞান সবাই জানে। এই যে পকেটমার হলাে এতে ভুল কার ? এর পকেট থেকে গেলাে না আর তােমার কেন গেল ? তােমাদের দুজনের মধ্যে আজকে কে ভুগছে ? ‘যে ভুগছে তার ভুল!' দাদা এই জ্ঞানে ‘যেমনটি তেমন’ দেখেছেন যে ভুগছে তার-ই ভুল। সহ্য করা না সমাধান করা ? লােকে সহ্যশক্তি বাড়াতে বলে কিন্তু তা কতটা পৰ্য্যন্ত থাকবে ? জ্ঞানের রশি তাে শেষ পর্যন্ত পৌঁছাবে। সহ্যশক্তির রশি কতদূর পৌঁছাবে ? সহ্যশক্তির লিমিট আছে, কিন্তু জ্ঞান আনলিমিটেড। এই জ্ঞান-ই এমন যে কিঞ্চিৎমাত্র সহ্য করতে হয় না। সহ্য করা তাে লােহাকে দৃষ্টি দ্বারা গলানাে। তার জন্যে শক্তি চাই। কিন্তু জ্ঞানে কিঞ্চিৎমাত্র সহ্য না করেও পরমানন্দের সাথে মুক্তি! পরে বুঝতে পারে যে এতাে হিসাব পুরাে হচ্ছে। আর মুক্ত হচ্ছে। যে দুঃখ ভােগ করছে তা তার ভুল আর সুখ ভােগ করছে তাে সেটা তার পুরস্কার। কিন্তু ভ্রান্তির আইন নিমিত্তকে ধরে। ভগবানের আইন রিয়াল আইন, তা যার ভুল তাকেই ধরে। এই আইন একদম সঠিক, এতে কোনাে পরিবর্তন কেউ করতে পারে না। জগতে এরকম কোনাে আইন নেই যা কাউকে দুর্ভোগ দিতে পারে! সরকারী আইনও দুর্ভোগ দিতে পারে না। এই চায়ের কাপ তােমার হাতে ভাঙলে তােমার দুঃখ হয় ? নিজে ভাঙলে সেখানে তােমাকে সহ্য করতে হয় ? আর যদি তােমার ছেলের হাত থেকে ভাঙে তাে দুঃখ, চিন্তা আর ক্লেশ হয়। নিজের ভুলেরই এই হিসাব এটা যদি বুঝতে পারা যায় তাে দুঃখ অথবা চিন্তা হয় কি ? এ তাে পরেরPage Navigation
1 ... 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32