________________
ভুগছে যে তার ভুল
পাহাড়কে কি কেউ পাথর মারে ? | প্রশ্নকর্তা: কেউ আমাকে যদি পাথরমারে আর তাতে চোট লাগে। তাে খুব উদ্বেগ হয়।
দাদাশ্রী : চোট লাগলে উদ্বেগ হয়, নয় কি ? আর পাহাড় থেকে পাথর গড়াতে গড়াতে মাথার উপর পড়ে আর রক্ত বার হয় তাে ?
প্রশ্নকর্তা: সেরকম পরিস্থিতিতে কর্মের অধীন আমার চোট লাগার ছিল তাই লেগেছে এমনটা মনে করে নিই।
দাদাশ্রী : কিন্তু পাহাড়কে গালাগালি দাও না ? সেই সময় ক্রোধ করাে না ?
| প্রশ্নকর্তা : এতে ক্রোধ করার কারণ নেই ? কেননা কে করেছে তা আমি জানি না।
| দাদাশ্রী : সেখানে কি করে সমঝদার হয়ে যাও ? এই বিবেচনা সহজরূপে আসে কি আসে না ? এরকম এরা সবাই পাহাড়-ই। যারা সবসময় পাথর মারছে, গালি দিচ্ছে, চুরি করছে তার সবাই পাহাড়-ই, চেতন নয়। এটা বুঝতে পারলেই কাজ হবে।
দোষী দেখাচ্ছে, তা তােমার মধ্যে ক্রোধ-মান-মায়া-লােভ দেখায়। যার ক্রোধ-মান-মায়া-লােভ নেই, তাকে দোষী দেখানাের কেউ নেই আর সে কাউকে দোষী দেখেও না। বাস্তবে কেউ দোষী নয়। এ তাে ক্রোধমান-মায়া-লােভ ভিতরে ঢুকে পড়েছে আর তা ‘আমি চন্দুভাই এরকম মেনে নেওয়াতে ঢুকেছে। আমি চন্দুভাই' – এই মান্যতা চলে গেলে ক্রোধ-মান-মায়া-লােভ চলে যায়। তা সত্ত্বেও ঘর খালি করতে কিছু সময় লাগে, কারণ বহুদিন ধরে ঢুকে বসে আছে না !
এ তাে সংস্কারী রীতি-নীতি
প্রশ্নকর্তা : একে তাে নিজে দুঃখ পাচ্ছে আর তা নিজের ভুলের জন্য, তার উপর লােকজন অতি চালাক সেজে আসে আর বলে, 'আরে,