Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 17
________________ ভুগছে যে তার ভুল ১০ অ্যাট এ টাইম' (অসংখ্য কারণ একই সময়ে) আর ইন্সিডেন্ট মানে কি ? ‘সাে মেনি কজেজ অ্যাট এ টাইম’ (অনেক কারণ এই সময়ে) সেইজন্যেই আমি বলি ‘ভুগছে যে তার ভুল’ আর অন্যজন যখন ধরা পড়বে তখন সে তার ভুল বুঝতে পারবে। এ তাে যে ধরা পড়েছে তাকে চোর বলে। যেমন অফিসে একজন ধরা পড়লাে তাে তাকে চোর বলে কিন্তু অফিসে কি আর কেউ চোর নয় ? প্রশ্নকর্তা : সবাই আছে। | দাদাশ্রী : যতক্ষণ ধরা পড়ে নি ততক্ষণ মহাজন। প্রকৃতির ন্যায়কে তাে কেউ জাহির করেই নি। খুবই সরল আর সঠিক । সেইজন্যে তাে সমাধান চলে আসে! ‘শর্টকাট !’ ‘ভুগছে যে তার ভুল’, এই একটি বাক্য বুঝতে পারলেই সংসারের অনেক বােঝা হাল্কা হয়ে যায়। ভগবানের নিয়ম তাে এই বলছে, যে ক্ষেত্রে, যে কালে, যে ভুগছে। সে নিজেই দোষী। এতে অন্য কাউকে এমনকি উকিলকেও জিজ্ঞাসা করার প্রয়ােজন নেই। কারাের পকেট কাটা গেলে তা তাে পকেটমারের জন্যে আনন্দের কথা, সে হয়তাে জিলিপী খাচ্ছে, হােটেলে চা-জলখাবার খাচ্ছে আর ঠিক সেই সময়ে যার পকেট কাটা গেছে সে কষ্টভােগ করছে। সেইজন্যে যে ভুগছে তারই ভুল। এ আগে কখনও চুরি করেছে তাই আজ ধরা পড়েছে আর পকেটমার যেদিন ধরা পড়বে সেদিন তাকে চোর বলবে।। | আমি কখনও তােমার ভুল খুঁজতে যাব না। সমস্ত জগৎ সামনের ব্যক্তির ভুল দেখছে। ভুগছে নিজে, কিন্তু ভুল অন্যের দেখছে। এতে উল্টে দোষ দ্বিগুণ হয়ে যায় আর ব্যবহারে সমস্যাও বেড়ে যায়। এই কথা বুঝে নিলে সমস্যা কম হতে থাকবে। মােরবীর বন্যা, কি কারণ ? মােরবী শহরে যে বন্যা হয়েছিল আর তাতে যা কিছু ঘটেছিল, সে সব কে করেছিল ? তা একটু খুঁজে বের করাে। কে করেছিল সে সব ?

Loading...

Page Navigation
1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32