________________
ভুগছে যে তার ভুল
১৯
বলে, নিজের ভুল।
প্রশ্নকর্তা : দেরীতে হলেও বুঝতে পারছি।
দাদাশ্রী : ধীরে বােঝা ভালাে। একদিকে শরীর শিথিল হতে থাকে। আর বুঝতে থাকে, তার তাে কাজ হয়ে যায়। কিন্তু শরীর মজবুত আছে, সেই সময় বুঝতে পারে তাে ?
| আমি ‘ভুগছে যে তার ভুল’ এই যে সূত্র দিয়েছি তা সমগ্র শাস্ত্রের সার। মুম্বাইতে যদি যাও তাে দেখবে সেখানে হাজার হাজার ঘরে বড় বড় অক্ষরে লেখা আছে, ‘ভুগছে যে তার ভুল'। যদি ঘরে পেয়ালা ভেঙে যায় তাে সে সময়ে বাচ্চারা দেখে বলে দেয়, মা, তােমার ভুল। হ্যা, বাচ্চারাও বুঝতে পারে। মাকে বলে যে তােমার মুখ বিষাদগ্রস্ত, এ তােমারই ভুল। কটীতে লবণ বেশী হয়ে গেলে দেখে নেবে যে কারমুখের ভাব খারাপ হয়েছে। হ্যা, এরই ভুল। ডাল পড়ে যায় তাে দেখবে কার মুখের ভাব খারাপ ; তারই ভুল। তরকারী বেশী ঝাল হলে দেখবে কার মুখের ভাব খারাপ ; তাে তার ভুল। এই ভুল কার ? ‘ভুগছে যে তার।
| তােমার যদি সামনের ব্যক্তির মুখের ভাব খারাপ দেখায় তাে সেটা তােমার ভুল। সেক্ষেত্রে ওর শুদ্ধাত্মাকে স্মরণ করে ওরনামে বারবার ক্ষমা চেয়ে নেবে, তাহলে ঋণানুবন্ধ থেকে মুক্ত হবে।
স্ত্রী তােমার চোখে ওষুধ দিল আর তােমার চোখে ব্যথা হতে থাকলাে তাে সে তােমার ভুল। বীতরাগ বলেছেন যে সহ্য করে তার ভুল, আর এইসব লােকে তাে নিমিত্তকেই ধরে।।
| নিজের ভুলের জন্যেই মার খাচ্ছে। যে পাথর ছুঁড়ছে তার ভুল নয়, যার লেগেছে তার ভুল। তােমার আশে-পাশের বাচ্চারা যা খুশি ভুল বা অপকর্ম করুক না কেন, তার প্রভাব যদি তােমার উপর না পড়ে তাে তােমার ভুল নয় আর যদি প্রভাব পড়ে তবে তা তােমারই ভুল, এ একেবারে নিশ্চিতভাবে বুঝে নেবে।