________________
ভুগছে যে তার ভুল
৫
ভুল, বাবার না ছেলের ?
একজন লোকের ছেলে রাত দু'টোর সময় ঘরে ফিরত। সে তো পঞ্চাশ লাখের পার্টি। বাবা রাস্তা দেখতে থাকতো যে ছেলে ফিরলো কি ফিরলো না। আর সে আসে তো টলতে টলতে ঘরে ঢোকে। বাবা পাঁচসাতবার বোঝানোর চেষ্টা করেছিল, ছেলে শুনিয়ে দিয়েছে। এইভাবেই চলছিল। পরে আমার মত কেউ বলে যে ‘ঝঞ্ঝাট ছাড়ো না। ওকে পড়ে থাকতে দাও ৷ তুমি তোমারমত একান্তে শুয়ে পড়ো। তখন বলে, ‘ছেলেটা তো আমার'! নাও, মনে হচ্ছে যেন এর গর্ভেই জন্ম নিয়েছে।
ছেলে তো এসে শুয়ে পড়ে। পরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, ‘ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তুমি ঘুমোচ্ছ কি না ?' তাতে বললো, ‘আমার কি করে ঘুম আসবে ? এই মোষটা তো মদ খেয়ে আসে আর শুয়ে পড়ে, আমি তো আর মোষ নই।' আমি বললাম, ‘ও তো সেয়ানা হয়েছে।' আর দ্যাখো, এই সেয়ানা দুঃখ পাচ্ছে । আমি তাকে আবার বললাম, ‘ভুগছে যে তার ভুল', ছেলে ভুগছে না তুমি ভুগছো ?' তখন বললো, ‘এ’ তো আমিই ভুগছি, সারা রাত জেগে থাকা....।' আমি বললাম, ‘এর ভুল নয়, এ তোমারই ভুল। তুমি পূর্বজন্মে একে ফুসলিয়ে নষ্ট করেছিল, তার ফল এটা হয়েছে। তুমি একে নষ্ট করেছিলে তো সেই জিনিষই তোমাকে ফেরত দিতে এসেছে।' অন্য তিন ছেলে ভাল তো তুমি কেন এদের আনন্দ নিচ্ছ না ? সমস্ত কিছুই নিজের তৈরী করা মুস্কিল। এই জগৎটা বোঝা দরকার !
এই বৃদ্ধের বিগড়ে যাওয়া ছেলেকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ‘তোর বাবা এত দুঃখ পাচ্ছে তো তোর কিছু দুঃখ হয় না ?' ছেলেটা বললো, ‘আমার কিসের দুঃখ? বাবা পয়সা জমিয়ে বসে আছে তো আমার চিন্তা কিসের ? আমি তো মজা করছি।'
তাহলে বাপ-বেটার মধ্যে ভুগছে কে ? বাবা। সেইজন্যে বাবারই ভুল। ভুগছে যে তার ভুল। এই ছেলেটা জুয়া খেলে, যা খুশী করতে