________________
ভুগছে যে তার ভুল
অপারেশন করতে গিয়ে যদি রোগী মারা যায় তো ভুল কার ?
কাদার উপর জুতো পরে চলতে গিয়ে যদি পিছলে যায় তো দোষ কার? ভাই, তোমারই ! এটা জানা ছিল না যদি খালি পায়ে চললে আঙ্গুলের ভর থাকতো আর পড়তো না ? এতে দোষ কার ? মাটির, জুতোর না তোমার ? ভুগছে যে তার ভুল! এটুকুই যদি পুরোপুরি বোঝা যায় তো এ মোক্ষে নিয়ে যাবে। এই যে লোকেদের দোষ দেখছে তা খুব ভুল হচ্ছে। নিজের ভুলের কারণে নিমিত্ত পাচ্ছে। এ তো জীবিত নিমিত্ত পেলে তাকে কামড়াতে যায়, আর যদি কাঁটা ফোটে তো কি করে ? চৌরাস্তায় কাঁটা পড়ে আছে আর হাজার হাজার মানুষ সেখান দিয়ে যাচ্ছে, কিন্তু কাউকে স্পর্শ করে না। অথচ চন্দুভাই যখন সেখান দিয়ে যায় তখন কাঁটা বেঁকে থাকলেও তার পায়ে ফুটে যায়। ‘ব্যবস্থিত শক্তি' কেমন হয় ? যার কাঁটা ফোটার হয় তারই ফোটে ; সমস্ত সংযোগ একত্র করে দেয়, কিন্তু এতে নিমিত্তের কি দোষ ?
12
যদি কোন ব্যক্তির ওষুধ দেওয়ার জন্যে কাশি হয় তো ঝগড়াঝাটি হয়ে যায় কিন্তু যদি লঙ্কা ফোড়ন দেওয়ার জন্যে কাশি হয় তো কেউ ঝগড়া করে ? এ তো যে ধরা পড়ে তার সাথে ঝগড়া করে, নিমিত্তকেই কামড়ায়। যদি বাস্তবিকতা-কে জানে যে কে করছে আর কিসের থেকে হচ্ছে তাহলে কি কোনও ঝঞ্ঝাট থাকে ? তীর যে মেরেছে তার ভুল নয়, তীর যার লাগলো তারই ভুল। তীর যে মারছে সে যখন ধরা পড়বে তখন তার ভুল। এখন তো যার তীর লেগেছে সে ধরা পড়েছে। যে ধরা পড়েছে সে প্রথম দোষী, অন্যজন তো যখন ধরা পড়বে তখন তার ভুল ।
বাচ্চাদের-ই ভুল বের করে সবাই
তুমি যখন পড়াশুনো করতে তখন তাতে কোনো বাধা-বিঘ্ন এসেছিল ?
প্রশ্নকর্তা : বাধা তো এসেছিল।