Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 14
________________ ভুগছে যে তার ভুল দাদাশ্রী : না, নিজে দেখতে পাবেনা। দেখিয়ে দেওয়ার জন্যে কাউকে চাই। তার প্রতি বিশ্বাস আছে এরকম হওয়া চাই। একবার ভুল দেখতে পেলে দু-তিনবারে অনুভবে এসে যাবে। ৭ সেইজন্যেই তো আমি বলেছি যে যদি বুঝতে না পারো তো ঘরে এইটুকু লিখে রাখো, ‘যে ভুগছে তার ভুল'। তোমার শাশুড়ী তোমাকে খুব কষ্ট দিচ্ছে, রাতে ঘুম আসছে না; অথচ শাশুড়ীকে দেখতে যাও তো সে ঘুমিয়ে গেছে, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে; এর থেকে কি বুঝতে পারছ না যে এ তোমার ভুল। শাশুড়ী তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। ভুগছে যে তার ভুল। এই কথাটা তোমার পছন্দ হলো কি হলো না ? তো ভুগছে যে তার ভুল, এটুকুই যদি কেউ বুঝে যায় তো ঘরে একটাও ঝগড়া হবে না । প্রথমে তো জীবনে বাঁচতে শেখো। ঘরে ঝগড়া কম হলে তারপরে অন্য কিছু শিখবে। সামনের ব্যক্তি যদি না বোঝে তো ? প্রশ্নকর্তা : কতজন এমন হয় যে আমি যত ভাল ব্যবহারই করি না কেন, তবুও তারা বোঝে না। দাদাশ্রী : সে যদি না বোঝে তো সেটা আমারই ভুল যে সমঝদার লোক কেন পাই নি ? এর সংযোগ-ই বা আমার কেন হল ? যখনই আমাকে কিছুমাত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে তা আমারই ভুলের পরিণাম । প্রশ্নকর্তা : তাহলে কি আমাকে এটাই বুঝতে হবে যে আমার কর্মই এরকম ? দাদাশ্রী : অবশ্যই। নিজের ভুল না থাকলে আমাকে ভুগতে হতো না। এই জগতে এমন কেউ নেই যে আমাকে সামান্যতম দুঃখও দিতে পারে, আর যদি কেউ দুঃখ দেওয়ার থাকে তো তা নিজেরই ভুলের কারণে। সামনের ব্যক্তির দোষ নেই, সে তো নিমিত্তমাত্র। ‘ভুগছে যে তার ভুল'।

Loading...

Page Navigation
1 ... 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32