Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 11
________________ ভুগছে যে তার ভুল জগৎ দুঃখ ভােগ করার জন্য নয়, সুখ ভােগ করার জন্য। যার যেটুকু হিসাব আছে সেটুকুই হয়। কতজন তাে শুধু সুখই ভােগ করে, তাই বা কি থেকে ? নিজেই এরকম হিসাব নিয়ে এসেছে সেইজন্যে। | ‘ভুগছে যে তার ভুল' – এই একটা বাক্যই যদি ঘরে লিখে রাখাে তাে দুর্ভোগের সময় জানবে যে ভুল কার ? সেইজন্যে অনেক বাড়ীতে বড় বড় অক্ষরে দেওয়ালে লিখে রেখেছে ‘ভুগছে যে তার ভুল’! এর পরে আর একথা ভুলবেনা।। যদি কেউ সারা জীবন এই শব্দ যথার্থভাবে বুঝে ব্যবহার করে তাে গুরু করার প্রয়ােজন নেই আর এই সূত্রই তাকে মােক্ষে নিয়ে যাবে।। এ অদ্ভুত ওয়েল্ডিং হয়েছে! ‘ভুগছে যে তার ভুল’ এ খুব বড় সূত্র। সংযােগানুসারে কালের হিসাবে শব্দের ওয়েল্ডিং হয়। ওয়েল্ডিং না হলে তাে কাজেই আসবে না ! ওয়েল্ডিং হওয়া প্রয়ােজন। এই শব্দ ওয়েল্ডিং হয়ে এসেছে। এত বেশী সারবস্তু এতে আছে যে এর উপরে একটা বড় বই লেখা যায়। এক ‘ভুগছে যে তার ভুল’ এটুকুই যদি বলি তাে একদিকের পাজল সমাধান হয়ে যায় আর দ্বিতীয় ব্যবস্থিত’ যদি বলি তাে অন্যদিকের পাজল-এরও সমাধান হয়। নিজেকে যে দুঃখ ভােগ করতে হচ্ছে তা নিজেরই দোষ; অন্যকারাের দোষনয়। যে দুঃখ দিচ্ছে তার ভুলনয়। যে দুঃখ দিচ্ছে সংসারে তার ভুল বলে আর ভগবানের নীতিতে যে ভুগছে। তার ভুল। প্রশ্নকর্তা : দুঃখ যে দিচ্ছে তাকে তাে ভুগতে হবেই ? দাদাশ্রী : পরে যখন সে ভুগবে তখন তার ভুল ধরা হবে কিন্তু আজ তাে তােমার ভুল ধরা পড়েছে।

Loading...

Page Navigation
1 ... 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32