________________
ভুগছে যে তার ভুল
| ১৭
কি হয়েছে, কি হয়েছে ? কিন্তু এক্ষেত্রে এরকম বলা যায় কি যে এতে তার কি লেনা-দেনা ? ও তাে ওর ভুলের জন্য ভুগছে। তােমরা কেউ ওর দুঃখ নিয়ে নিতে পারবে না।
দাদাশ্রী : আসলে এই যারা খোঁজ নিতে আসছে, দেখা করতে আসছে তারা সবাই নিজেদের উচ্চ পর্যায়ের সংস্কারের নিয়মের আধারে আসছে। এরা দেখতে আসছে মানে কি ? সেখানে গিয়ে তারা সেই মানুষটিকে জিজ্ঞাসা করে, ভাই, কেমন আছ, এখন তােমার কেমন লাগছে ? তাতে সে বলে, “এখন ভাল আছি। ওর এরকম মনে হয়, ‘ওহােহাে..., আমার এত ভ্যালু। কত লােক আমার সাথে দেখা করতে আসছে ! এতে নিজের দুঃখ ভুলে যায়।
গুণ করা – ভাগ করা যােগ করা আর বিয়ােগ করা, এই দুটি ন্যাচারাল অ্যাডজাস্টমেন্ট আর গুণ করা – ভাগ করা, এটা মানুষ তার বুদ্ধি দ্বারা করছে। রাতে শুয়ে পড়ার পরে মনে মনে চিন্তা করে এই প্লট-এর দাম বেশী পড়ে যাচ্ছে, অমুক জায়গায় সস্তা আছে, আমি সেখানে নেব। এইভাবে অন্তরে গুণ করতে থাকে। অর্থাৎ, সুখকে গুণকরে (বাড়ায়) আর দুঃখকে ভাগ করে (কমায়)। সুখকে গুণ করে বলেই ফের ভয়ঙ্কর দুঃখ পায়। আর দুঃখকে ভাগ করে কিন্তু দুঃখ কমে না ! সুখকে গুণ করে কি করে না ? এরকম হলে ভাল হয়, ওরকম হলে ভাল হয়, করে কি না ? আর এটা প্লাসমাইনাস হয়। দিস্ ইজ ন্যাচারাল অ্যাজ্জাস্টমেন্ট। দু'শাে টাকা হারিয়ে গেল অথবা ব্যবসায়ে পাঁচ হাজার টাকার লােকসান হলাে, এ সব ন্যাচারাল অ্যাড়জাস্টমেন্ট। কেউ দু'হাজার টাকা পকেট কেটে নিয়ে গেল, তাও ন্যাচারাল অ্যাঞ্জাস্টমেন্ট। ভুগছে যে তার ভুল', এ আমি জ্ঞানে দেখে গ্যারান্টী দিয়ে বলছি।
প্রশ্নকর্তা : এরকম বলা হয় যে সুখকে গুণ করছে তাে এতে ভুল কোথায় ?