________________
ভুগছে যে তার ভুল।
কোনও দুঃখ হয় না, কিন্তু তাদের বাবা-মা আক্ষেপ করতে থাকে। তার মধ্যে মা-ও কিছু সময় পরে শান্তিতে ঘুমিয়ে পড়ে কিন্তু বাবা হিসাব কষতে থাকে যে পঞ্চাশ টাকার ক্ষতি হলাে। সে বেশী অ্যালার্ট, তাই বেশী ভুগবে। এর থেকে সিদ্ধান্ত ‘ভুগছে যে তার ভুল।
ভুল তােমাকে খুঁজতে যেতে হবে না। বড়-বড় জজ বা উকিলও খুঁজতে যেতে হবে না। আমি এই যে সূত্র দিয়েছি, ‘ভুগছে যে তার ভুল’, এটাই থার্মোমিটার। কেউ যদি এটুকুই পৃথক করতে করতে এগিয়ে চলে তাে সরাসরি মােক্ষে পৌঁছে যাবে।
ভুল ডাক্তারের, না রােগীর ?
ডাক্তার রােগীকে ইঞ্জেকশন দিয়ে ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়লাে আর রােগী সারারাত ইঞ্জেকশনের ব্যথায় কষ্ট পেলাে, তাে এতে ভুল কার ? রােগীর ! ডাক্তার তাে যখন কষ্ট পাবে তখন তার ভুল ধরা পড়বে।
| বাচ্চার জন্যে ডাক্তার ডাকলে আর সে এসে দেখলাে যে নাড়ী। বন্ধ, তাে ডাক্তার কি বলবে ? আমাকে কি জন্যে ডাকলে ? আরে, তুমি হাত দিলে, সেই মুহূর্তেই বন্ধ হলাে, নয়তাে নাড়ী তাে চলছিল। কিন্তু ডাক্তার ধমকও দেয় আর তার উপর দশ টাকা ফীজ নিয়ে চলে যায়। আরে, ধমকাচ্ছাে তাে পয়সা নেবে না আর পয়সা নিচ্ছাে তাে ধমকাবে
। কিন্তু না, ফীজ তাে নিতেই হবে। তাে পয়সা দিতে হয়। জগৎ এরকম-ই। সেজন্যে এই কালে ন্যায় খুঁজতে যেও না।
প্রশ্নকর্তা : এমনও হয় যে আমার কাছ থেকে ওষুধ নেয় আর আমাকেই ধমকায়।
দাদাশ্রী : হ্যা, এরকম-ও হয়। তা সত্ত্বেও সামনের ব্যক্তিকে যদি দোষী ভাবাে তাহলে তুমিই দোষী হবে। এখন তাে প্রকৃতি ন্যায়ই করছে।