________________
ভুগছে যে তার ভুল
দোষ বের করে দুঃখ আর চিন্তা খাড়া করছে আর দিন-রাত নিখাদ জ্বলনে জ্বলছে আবার তার উপর নিজের এরকম মনে হয় যে আমাকে অনেক সহ্য করতে হচ্ছে।
নিজের কিছু ভুল আছে বলেই না সামনের ব্যক্তি বলছে ? সেইজন্যে ভুল ভেঙে নাওনা! এই জগৎ এমনই স্বতন্ত্র যে কোন জীব অন্য জীবকে কষ্ট দিতে পারে না আর যদি কষ্ট দিচ্ছে তাে আগে গণ্ডগােল করেছিল সেইজন্যে। সেই ভুল থেকে বেরিয়ে এসে পরে আর হিসাব থাকবে না।
প্রশ্নকর্তা : এই থিয়ােরি ঠিকমত বুঝতে পারলে মনের সমস্ত প্রশ্নের সমাধান পাওয়া যায়।
দাদাশ্রী : সমাধান নয়, এজ্যাক্ট এইরকমই হয়। এ কিছু তৈরী করা নয়, বুদ্ধিপূর্বক বলা কথা নয়, এ জ্ঞানের কথা। | আজ কে দোষী—লুটেরা অথবা যাকে লুটেছে ?
| খবরের কাগজে রােজ পড়া যায় যে, আজ ট্যাক্সিতে দুজন লােক কারাের সব লুটে নিয়েছে, অমুক ফ্ল্যাটে কোনাে মহিলাকে বেঁধে লুটপাট করেছে। এ পড়ে তােমার ভয় পাওয়ার দরকার নেই যে আমারও যদি লুটে নেয় তাে ? এরকম চিন্তাই ভুল। এর বদলে তুমি তােমার মত সহজভাবে ঘােরাে না ! তােমার হিসাব থাকলে তবেই লুটে নিয়ে যাবে, নয়তাে কোনও বাবাও জিজ্ঞেস করবে না। সুতরাং তুমি নির্ভয়ে থাকো। এই খবরের কাগজওয়ালারা তাে লিখবে, তাতে কি আমরা ভয় পাব ? এ তাে ভাল যে ডাইভাের্স খুব কম হয়, যদি বেশীমাত্রায় হতে শুরু করে তাে সবারই শঙ্কা হতে থাকবে যে আমারও যদি ডাইভাের্স হয় তাে ? যেখানে এক লাখ লােকের থেকে লুট হয়েছে সেখানেও তােমার ভয়ের কিছু নেই। কোনও বাপ-ও তােমার উপরে নেই।
লুটেরা ভুগছে কি যার লুট হয়েছে সে ভুগছে ? কে ভুগছে সেটা দেখে নেবে। লুটেরা এসে লুটে নিলে কান্নাকাটি করবে না, প্রগতির পথে এগিয়ে যাবে।