________________
ভুগছে যে তার ভুল
সেইজন্যে একটা শব্দ-ই আমি লিখেছি যে এই জগতে ভুল কার ? নিজের বোঝার জন্যেই একই বস্তুকে দুদিক থেকে বুঝতে হবে। যে কষ্ট পাচ্ছে তাকে ‘ভুগছে যে তার ভুল’– এইভাবে বুঝতে হবে আর যে দেখছে তাকে, ‘আমি একে সাহায্য করতে পারছি না, আমার সাহায্য করা উচিৎ' –এইভাবে দেখতে হবে।
১১
এই জগতের নিয়ম এমন যে যা চোখে দেখতে পায় তাকে ভুল বলে আর প্রকৃতির নিয়ম এরকম যে ভুগছে ভুল তারই।
প্রভাব পড়ে সেখানে .... জ্ঞান না বুদ্ধি ?
প্রশ্নকর্তা : খবরের কাগজে যখন পড়ি যে ঔরঙ্গাবাদে এরকম হয়েছে আর মোরবীতে অমুক হয়েছে তো আমার উপর এর প্রভাব পড়ে। পড়ার পরে যদি কোনরকম প্রভাব না পড়ে তো তাকে কি জড়তা বলে ? দাদাশ্রী : প্রভাব যদি না পড়ে তো তার-ই নাম জ্ঞান। প্রশ্নকর্তা : আর প্রভাব পড়লে তাকে কি বলে ?
দাদাশ্রী : তাকে বুদ্ধি বলে, অর্থাৎ সংসার বলে। বুদ্ধিতে ইমোশনাল হয় কিন্তু কিছুই করে না ৷
এখানে লড়াইয়ের সময় পাকিস্তান থেকে বোমা ফেলতে আসতো । আমাদের লোকেরা ওখানে বোমা পড়েছে এ কথা কাগজে পড়ে এখানে ভয় পেয়ে যেত। এইসব যে প্রভাব পড়ে তা বুদ্ধির কারণে, আর বুদ্ধিই এই সংসারকে দাঁড় করিয়ে রেখেছে। জ্ঞান প্রভাবমুক্ত রাখে। কাগজ পড়ে কিন্তু তবুও প্রভাবমুক্ত থাকে। প্রভাবমুক্ত মানে আমাকে স্পর্শ করে না। আমার কাজ তো দেখা আর জানা।
এই খবরের কাগজের কি করবে ? জানবে আর দেখবে, ব্যস্। জানা অর্থাৎ যার বিশদ বিবরণ লেখা হয়েছে তাকে জানা বলে আর বিশদ বিবরণ না হলে তাকে দেখা বলে। এতে কারোর কোনও দোষ নেই ৷ প্রশ্নকর্তা : কালের দোষ তো আছে ?