________________
ভুগছে যে তার ভুল
দাদাশ্রী : সে তােমারই ভুলের কারণে। এতে শিক্ষকের বা অন্য কারাের ভুল ছিল না।
প্রশ্নকর্তা : এই ছেলেরা যে শিক্ষকের সামনে উদ্ধত হয়ে যায়, এরা কবে শুধরাবে ?
দাদাশ্রী : যে ভুলের পরিণাম ভােগ করছে ভুল তার। এই গুরুরাও এমন জন্মেছে যে শিষ্যরা তাদের সামনে ঔদ্ধত্য দেখায়। এই ছেলেরা তাে সেয়ানাই কিন্তু গুরুরা আর মা-বাপ এমনই ঘনচক্কর জন্মেছে। আর গুরুজনরা যদি পুরােনােকেই আঁকড়ে থাকে তাে ছেলেরা উদ্ধত হয়ে যায় কি না ? এখন তাে মা-বাবার চরিত্রই এমন নয় যে ছেলেরা উদ্ধত হবে । এতাে গুরুজনদেরই চরিত্রের দৈন্যতা যে ছেলেরা উদ্ধত হয়ে যাচ্ছে।
ভুলের সামনে দাদার বােধ ‘ভুগছে যে তার ভুল’ এই সূত্র মােক্ষে নিয়ে যাবে। কেউ যদি প্রশ্ন। করে যে আমি আমার ভুল কি করে খুঁজবাে ? তাে আমি একে শেখাই যে তােমাকে কোথায় কোথায় ভুগতে হয়েছে, সেখানে সেখানে তােমারই ভুল। তােমার কি ভুল হয়েছিল যে এমন ভুগতে হচ্ছে তা খুঁজে বের করাে। এতাে সমস্ত দিন দুর্ভোগ হচ্ছে, তাে খুঁজে বের করা দরকার যে কি কি ভুল হয়েছে !
| দুর্ভোগের সাথেই বুঝতে পারা যায় যে এ নিজেরই ভুল। যদি কখনও নিজের ভুল হয়ে যায় তাে আমার টেনশন হয়ে যাবে না।
আমি সামনের ব্যক্তির ভুল কিভাবে বুঝতে পারি ? সামনের ব্যক্তির হােম (আত্মা) আর ফরেন (অনাত্মা) আলাদা দেখায়। সামনের ব্যক্তির ফরেনে ভুল হয়, দোষ হয় তাে আমি কিছু বলি না। কিন্তু হােমে যদি কিছু হয় তখন আমি ঠুকে দিই। মােক্ষে যেতে কোনও বাধা যেন না আসে।
অন্তরে তাে অসীম বসতি আছে, তার মধ্যে কে ভুগছে তা জানা