________________
ভুগছে যে তার ভুল
যায়। কখনও অহঙ্কার ভুগছে তাে তা অহঙ্কারের ভুল। কোনাে সময় মন ভুগছে তাে তা মনের ভুল। কোনাে সময় চিত্ত ভুগছে তাে সেই সময় | চিত্তের ভুল। এ তাে নিজের ভুল থেকে স্বয়ং আলাদা থাকতে পারে। কথাটা বুঝতে হবে তাে ?
আসল ভুল কোথায় ? ভুল কার ? ভুগছে যে তার! কি ভুল ? আমি চন্দুভাই’-এই মান্যতাই তােমার ভুল। কারণ এই জগতে কেউ দোষী নয়। সেইজন্যে কেউ দোষের ভাগী নয়। এরকম প্রমাণিত হয়।
সত্যি সত্যিই এই জগতে কেউ কিছু করতে পারে এমন নয়, কিন্তু যে হিসাব হয়ে রয়েছে তা ছাড়বেনা। যে গণ্ডগােলের হিসাব হয়ে গেছে তা তাে ফল না দিয়ে ছাড়বে না। কিন্তু এখন নতুন করে আর গণ্ডগােল করাে
; এখন বন্ধ করাে। যখন থেকে এটা জেনেছাে তখন থেকে বন্ধ করাে। পুরােনাে গণ্ডগােল যা হয়ে রয়েছে তা তাে তােমাকে চুকিয়ে দিতে হবে, কিন্তু নতুন কিছু না হয় তা দ্যাখাে। সমস্ত দায়িত্ব নিজেরই, ভগবানের কোনাে দায়িত্ব নেই। ভগবান এতে হাত দেন না। সেইজন্যে ভগবানও কিন্তু একে ক্ষমা করতে পারেন না। অনেক ভক্ত এরকম মনে করে যে, ‘আমি পাপকরেছি, ভগবান ক্ষমা করবেন। ভগবানের কাছে ক্ষমা নেই।। দয়ালু লােকেরা ক্ষমা করে। দয়ালু ব্যক্তিকে বলাে যে, ‘সাহেব, আমি তােমার প্রতি অনেক ভুল করেছি। তাে তৎক্ষণাৎ ক্ষমা করে দেয়।
| যে দুঃখ দিচ্ছে সে তাে নিমিত্তমাত্র, আসল ভুল তাে নিজেরই। যার জন্যে লাভ হচ্ছে সেও নিমিত্ত আর যার জন্যে লােকসান হচ্ছে সেও নিমিত্ত ; কিন্তু এ তােমারই হিসাব তাই এমন হচ্ছে। আমি তােমাকে খুলে বলছি যে তােমার বাউণ্ডারী’-তে কারাের আঙ্গুল দেওয়ারও শক্তি নেই আর যদি তােমার ভুল থাকে তাহলে যে কেউ এসে আঙ্গুল ঢােকাবে। আরে, লাঠি দিয়েও মেরে যাবে। কে ঘুসি মারছে তাকে তাে আমি চিনে নিয়েছি। সব তােমার নিজেরই ! কেউ তােমার ব্যবহার খারাপ করেনি ;