Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 19
________________ ভুগছে যে তার ভুল দাদাশ্রী : কালের কি দোষ ? ভুগছে যে তার ভুল। কাল তো ঘুরতেই থাকবে! কোন ভাল সময়ে তুমি ছিলে না কি ? চব্বিশ তীর্থঙ্কর যখন ছিলেন তখন কি তুমি ছিলে না ? প্রশ্নকর্তা : ছিলাম। ১২ দাদাশ্রী : তো সেই দিনে তুমি চাটনি খাওয়ার জন্যে পড়ে ছিলে। এতে কাল বেচারা কি করবে ? কাল তো নিজে থেকে আসতেই থাকবে ! দিনে কাজ না করলেও রাত আসবে কিনা ? প্রশ্নকর্তা : হ্যাঁ । দাদাশ্রী : পরে রাত দু'টোর সময় ছোলা কিনতে বেরোলে দ্বিগুণ দাম দিলেও কেউ দেবে কি ? লোকেদের মনে হয়, এ উল্টো ন্যায় এখন এক সাইকেল আরোহী ঠিক রাস্তায় যাচ্ছে আর একজন স্কুটারে চড়ে রং-ওয়ে (ভুল রাস্তা) দিয়ে এসে ধাক্কা মেরে তার পা ভেঙে দিল । দুর্ভোগ কার হলো ? প্রশ্নকর্তা : সাইকেল সওয়ারীর, যার পা ভাঙল তার। দাদাশ্রী : হ্যাঁ, এই দুজনের মধ্যে আজকে কে ভুগছে ? তখন বলবে, ‘যার পা ভেঙেছে সে।' আর আজ এই স্কুটারওয়ালার নিমিত্তে আগেকার হিসাব পুরো হলো। স্কুটারওয়ালার আজকে কোন কষ্ট নেই। এ তো যখন ধরা পড়বে তখন এর দোষ জানা যাবে। সেইজন্যে যে ভুগছে তার ভুল। প্রশ্নকর্তা : যার চোট লাগলো, তার কি দোষ ? দাদাশ্রী : তার দোষ, তার পূর্বের হিসাব, যা আজ শোধ হলো । হিসাব ছাড়া কেউ কোনরকম দুঃখ পায় না। হিসাব পুরো না হলে দুঃখ আসে। এ’তো এর হিসাব এসেছিল বলে ধরা পড়লো, নয়তো এত বড় দুনিয়াতে অন্য কেউ ধরা পড়লো না কেন ? তুমি কেন নির্ভয়ে ঘুরে

Loading...

Page Navigation
1 ... 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32