Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 16
________________ ভুগছে যে তার ভুল পুরো করলো। বুঝে নেবে ওই মহিলাকে ভুগতে হলো সেটা তার ভুল । পরে যদি ওই ড্রাইভার ধরা পড়ে তখন তার ভুল। আজ যে ধরা পড়েছে সেই দোষী । ৯ আবার কতজন তো এমনও বলে, ‘ভগবান থাকলে এমন হতো না । সেইজন্যে ভগবান বলে কোন বস্তু এই সংসারে আছে বলে মনে হয় না ! এই মহিলার কি দোষ ছিল ? এই দুনিয়াতে এখন আর ভগবান নেই ! নাও!! এরা এরকম সারাংশ বের করলো ! আরে, এতে কার ভালো ? ভগবানকে কি জন্যে বদনাম করছো ? কি জন্যে তাঁর ঘর খালি করছো ? ভগবানের ঘর খালি করাতে বেরিয়ে পড়েছেন! আরে ভাই, ভগবান যদি না থাকেন তো এই জগতে রইলো কি ? এরা ভাবছে যে ভগবানের হাতে ক্ষমতা নেই। এতে ভগবানের উপর থেকে আস্থা চলে যায়। এরকম নয় এ সমস্ত হিসাব চলে আসছে। এ তো একজন্মের হিসাব নয়। আজ এই মহিলার ভুল ধরা পড়াতে তাকে ভুগতে হলো। এ সমস্ত ন্যায়ই হয়েছে। এই মহিলা যে পিষে গেলো তাও ন্যায়। এই জগৎ নিয়মপূর্বক চলে। সংক্ষেপে এইটুকু কথাই বলার । যদি এই ড্রাইভারের ভুল হতো, তো সরকারের কঠোর নিয়ম হতো, এত কঠোর যে ওই ড্রাইভারকে যেখানে আছে সেখানেই দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলতো। কিন্তু এ তো সরকারও করে না কারণ এভাবে হত্যা করতে পারে না। সত্যি সত্যিই এ দোষী নয়। ও নতুন দোষ খাড়া করেছে, সেই দোষ যখন ভুগবে তখন কিন্তু এখন তো ও তোমাকে দোষ থেকে মুক্ত করেছে। তুমি দোষমুক্ত হয়েছো। ও দোষে বাঁধা পড়লো। সেইজন্য আমি সদ্ধি দিতে বলি যে দোষ করে বাঁধা পড়ো না ৷ অ্যাক্সিডেন্ট অর্থাৎ ... এই কলিযুগে অ্যাক্সিডেন্ট (দুর্ঘটনা) আর ইন্সিডেন্ট (ঘটনা) এমন হয় যে মানুষ অস্থির হয়ে পড়ে। অ্যাক্সিডেন্ট মানে কি ? ‘টু মেনি কজেজ

Loading...

Page Navigation
1 ... 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32