Book Title: The Fault is of the Sufferer Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 25
________________ ভুগছে যে তার ভুল | ১৮ দাদাশ্রী : গুণ করতে হলে দুঃখকে করাে, সুখকে করলে ভীষণ বিপদে পড়বে। গুণ করার শখ থাকলে দুঃখকে করাে, যেমন একজনকে আমি একটা ঘুসিমারলাম আর সে আমাকে দুটো ঘুসি মারলাে তাে ভাবলাম ভালাে হয়েছে; আরও ভাবলাম যে এরকম অন্য কেউ মারে তাে ভালাে। এতে আমার জ্ঞান বাড়বে। যদি দুঃখকে গুণ করতে ভালাে না লাগে তাে করবে না কিন্তু সুখকে তাে গুণ করবেই না। | প্রভু-র সামনে দোষী হলাে | ‘ভুগছে যে তার ভুল', এ ভগবানের ভাষা। আর এখানে তাে যে চুরি করে লােকে তাকে দোষী বলে। কোর্টেও যে চুরি করে তাকে দোষী বলে মানে। সেইজন্যে এই বাইরের দোষ আটকাতে লােকেরা অন্তরের দোষ আরম্ভ করল। যা করলে ভগবানের কাছে দোষী হয় সেই ভুল শুরু করল। আরে বােকা, ভগবানের কাছে দোষী হয়াে না। এখানে দোষ হলে কোন অসুবিধা নেই ; দু’মাস জেলে থেকে ফিরে আসবে কিন্তু ভগবানের কাছে। দোষী হবে না। তুমি কি এটা বুঝতে পারলে ? যদি এই সূক্ষ্ম কথাটা বুঝতে পারাে তাে কাজ হয়ে যাবে। ভুগছে যে তার ভুল’, এটা তাে অনেকেই বুঝতে পেরেছে। কারণ এরা সবাই খুব বিচারশীল ব্যক্তি, যেমন-তেমন লােক নয় ! আমি একবার বােধ দিয়ে দিয়েছি। এখন বৌ শাশুড়িকে দুঃখ দিচ্ছে আর শাশুড়ি একটা বাক্যই শুনে রেখেছে যে, ‘ভুগছে যে তার ভুল’; তাই বৌ চব্বিশঘণ্টা দুঃখ দিলেও তৎক্ষণাৎ বুঝে যায় যে আমার ভুল আছে বলেই আমাকে দুঃখ দিচ্ছে! তাহলেই এর অন্ত আসবে, নয়তাে অন্ত আসবে না আর শত্রুতা বাড়তেই থাকবে। বােঝা কঠিন কিন্তু বাস্তবিকতা অন্য কারাের ভুল নেই। যা কিছু ভুল আছে তা নিজেরই ভুল। নিজের ভুলের কারণেই এই সমস্ত তৈরী হয়েছে। এর আধার কি ? তাতে অঙ্কত

Loading...

Page Navigation
1 ... 23 24 25 26 27 28 29 30 31 32