________________
ভুগছে যে তার ভুল
আর শাশুড়ি কষ্ট পায় তাে শাশুড়ির-ই ভূল বলতে হবে। ভাসুর-এর স্ত্রীকে খুঁচিয়ে যদি তুমি ভােগাে তাে তা তােমারই ভুল। আর কিছু না করা সত্ত্বেও সে যদি কষ্ট দেয় তাে তা পূর্বজন্মের যে হিসাব বাকী থেকে গিয়েছিল তা চুকাতে এসেছে। সেখানে তুমি আবার ভুল করবে না নয়তাে আবার ভুগতে হবে। সেইজন্যে মুক্তি পেতে হলে যা কিছু মিঠেকড়া (গালি ইত্যাদি) আসে তা জমা করে নাও। হিসাব চুকে যাবে। এই জগতে তাে হিসাব ছাড়া চোখের দেখাও হয় না তাে অন্যকিছু কি হিসাব ছাড়া হবে ? তুমি যাকে যাকে যেটুকু যেটুকু দিয়েছাে সেটুকু সেটুকুই তারা পরে তােমাকে ফেরৎ দিতে আসবে। তখন তুমি খুশী হয়ে তা জমা করে নেবে যে হ্যা, এখন আমার হিসাব পুরাে হবে। নয়তাে যদি ভুল করাে তাে আবার ভুগতেই হবে।।
আমি ‘ভুগছে যে তার ভুল’ এই সূত্র প্রকাশ করেছি, লােকে তাকে খুব আশ্চৰ্য্য বলে মনে করছে যে এ তাে একদম সঠিক খোঁজ!
গীয়ারে আটকেছে আঙ্গুল, কার ভুল ?
যে কটুতা ভােগ করে সেই কর্তা। কর্তা, সেটাই বিকল্প। যে মেশিন তুমি নিজে বানিয়েছে আর যার গীয়ারে হুইল আছে তার মধ্যে তােমার আঙ্গুল ঢুকে গেলে তুমি যদি মেশিনকে লক্ষ বার বলাে যে, ‘ভাই, এ আমার আঙ্গুল, আমি নিজে তােমাকে বানিয়েছি, তাে তাতে কি এই গীয়ার-হুইল আঙ্গুল ছেড়ে দেবে ? ছাড়বে না। এতাে তােমাকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই, এতে আমার দোষ কোথায় ? ভুগছাে তুমি, সেইজন্যে ভুল তােমার ! এইরকম বাইরে সবকিছুই চলমান মেশিনারী মাত্র। এই সমস্ত লােক গীয়ার-ই শুধু। গীয়ার যদি না হতাে তাহলে পুরাে মুম্বাই শহরে কোন মহিলা তার স্বামীকে দুঃখ দিত না আর কোন স্বামী তার স্ত্রীকে দুঃখ দিত না। নিজের ঘরে সবাইকে সুখেই রাখত, কিন্তু এরকম হয় না। এই স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েরা সবাই মেশিনারী মাত্র, গীয়ার মাত্র।