________________
ভুগছে যে তার ভুল
থাকে, তবুও এর ভাইরা তাে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এর মা-ও তাে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে! আর এই অভাগা বৃদ্ধই একা জাগে। সেইজন্যে এরই ভুল। এর কি ভুল ? তাতে বলা যায় যে পূর্বজন্মে এই বৃদ্ধ এই ছেলেটিকে নষ্ট করেছিল। তাে পূর্বজন্মে এরকম ঋণানুবন্ধ হয়ে গেছে। বলে বৃদ্ধকে আজ ভুগতে হচ্ছে আর ছেলেটি যখন দুর্ভোগে পড়বে তখন তার ভুল ধরা পড়বে। দুজনের মধ্যে কে দুঃখ পাচ্ছে ? যে দুঃখ পাচ্ছে। তার-ই ভুল। এইটুকু নিয়ম যদি কেউ বুঝে যায় তাে সমগ্র মােক্ষমার্গ খুলে যায়।
| পরে ওই বৃদ্ধকে বললাম যে এখন এ যাতে ভালাে হয়ে চলে তার | চেষ্টা করতে থাকো। এর কি করলে ভালাে হয়, লােকসান না হয় তা | দেখতে হবে। মানসিক দিক থেকে কষ্ট দেবে না। শারীরিক পরিশ্রমের কাজ করাবে। তােমার কাছে পয়সা থাকে তাে দেবে, কিন্তু মনে দুঃখী হবে না।
নয়তাে আমাদের এখানে নিয়ম কি ? ভুগছে যে তার ভুল। ছেলে মদ খেয়ে এসে আরামে ঘুমােচ্ছে আর তােমার সারারাত ঘুম আসে না। তারপরে আমাকে বলছাে এ মােষের মত শুয়ে আছে আর আমার ঘুম আসে না। আমি তাে বলবাে আরে, তুমি ভুগছাে তাে ভুল তােমারই। পরে এ যখন ভুগবে, তখন এর ভুল।
প্রশ্নকর্তা: মা-বাবা ভুলের জন্য ভুগছে তা তাে মমতা আরদায়িত্বের কারণেই ভুগছে, না কি ?
দাদাশ্রী : শুধু মমতা আর দায়িত্বই নয়, মুখ্য কারণ এদের ভুল। মমতা ছাড়াও অন্য অনেক কজেজ হয়, কিন্তু তুমি যখন ভুগছাে তখন ভুল তােমারই। সেইজন্য কারাের দোষ বের করবেনা, নয়তাে ফের সামনের জন্মের হিসাব বাঁধবে।
অর্থাৎ এই দুইয়ের নিয়ম আলাদা। প্রকৃতির নিয়ম মানলে তােমার রাস্তা সুগম হয়ে যাবে, আর সরকারের নিয়মকে মান্যতা দিলে সমস্যা হবে।
প্রশ্নকর্তা: কিন্তু দাদা, একে নিজের ভুল তাে বুঝতে হবে ?