Book Title: The Essence Of All Religion Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 11
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর ২. হে দাদা ভগবান ! আমাকে, যেন কোনাে ধর্মের মান্যতাকে কিঞ্চিৎমাত্রও আঘাত না করি , আঘাত না করাই অথবা আঘাত করার প্রতি অনুমােদন না করি এমন পরম শক্তি দিন। আমাকে, কোনাে ধর্মের মান্যতার প্রতি কিঞ্চিৎমাত্রও আঘাত না পৌছায় এমন। স্যাদ্বা বাণী , স্যাদ্বাদ ব্যবহার আর স্যাদ্বা মনন করার পরম শক্তি দিন । ৩. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী উপদেশক, সাধু-সাধী বা আচার্যর অবর্ণবাদ, অপরাধ, অবিনয় না করার পরম শক্তি দিন। ৪. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার প্রতি কিঞ্চিৎমাত্রও অভাব, | তিরস্কার কখনও না করার , না করানাের অথবা কর্তাকে অনুমােদন না করার পরম। শক্তি দিন। ৫. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার সাথে কখনও কঠোর ভাষা, তন্তীলী ভাষা না বলার, না বলানাের বা বলার প্রতি অনুমােদন না করার পরম শক্তি দিন। কেউ কঠোর ভাষা, তন্তীলী ভাষা বললে আমাকে মৃদু, ঋজু ভাষা বলার শক্তি দিন। ৬. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার প্রতি, স্ত্রী, পুরুষ অথবা নপুংসক, যে কোনাে লিঙ্গধারী হােক না কেন তার সম্বন্ধে কিঞ্চিৎমাত্রও বিষয়-বিকার সম্পর্কিত দোষ, ইচ্ছা, চেষ্টা বা বিচার সম্পর্কিত দোষ না করার, না করানাের অথবা কর্তাকে অনুমােদন না করার পরম শক্তি দিন। আমাকে নিরন্তর নির্বিকার থাকার পরম শক্তি দিন। ৭. হে দাদা ভগবান ! আমাকে কোনাে প্রকার রসের প্রতি লােভ না করার শক্তি দিন। সৰ্বরসযুক্ত খাদ্য গ্রহণ করার পরম শক্তি দিন।

Loading...

Page Navigation
1 ... 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50