________________
৩৪
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
পারলেও করার ভাবটা রাখবে। আমাদের এখানে (অক্ৰমমার্গে) তাে ভাবকর্ম (চার্জ)-কে উড়িয়ে দিয়েছি। বাইরের লােকেদের তাে ভাবকর্ম করা উচিৎ । সেইজন্যে শক্তি চাইতে হবে । যার যা শক্তি প্রয়ােজন সেই শক্তি ‘দাদা ভগবান’ এর কাছে চাইতে
প্রশ্নকর্তা : বাইরের জগতের লােকেদের এই শক্তি চাইতে হবে, তাে আমাদের মহাত্মারা যে শক্তি চাইছে, ভাবনা করছে তা কিসে যায় ?
দাদাশ্রী : মহাত্মারা যা চাইছে তা ডিচার্জে যায় , এ ডিস্টার্জ। কারণ ভাবনা দু’রকমের হয় ; চার্জ এবং ডিস্টার্জ দুই-ই হতে পারে। জগতের লােকেদের ব্যবহারের সময় ভাবনা হয় আর এখানেও তােমাদের ভাবনা হয়। কিন্তু তােমাদের এটা ডিস্টার্জরূপে আর ওদের চার্জ - ডিস্টার্জ দু’ভাবেই ভাবনা হয়। কিন্তু তােমাদের শক্তি চাইলে ক্ষতি কোথায় ?
প্রশ্নকর্তা : বাইরের লােকেরা এই নয় কলমের শক্তি চাইলে তাকে ভাব বলে তাে মহাত্মারা শক্তি চাইলে তাকে ভাব বলে না ?
দাদাশ্রী : বাইরের লােকেদের জন্যে একে ভাব বলে আর আমার মহাত্মাদের জন্যে এটা ভাবনা। কথাটা ঠিক। আগেরটাকে ভাব বলে আর তা চার্জ করছে। আর এটাকে ডিস্টার্জ বলে , ভাব বলে না !
ভাব , একজাক্ট ডিজাইন অনুসারে !
প্রশ্নকর্তা : এই নয় কলমে যা লেখা হয়েছে, আমার সব সময় সেই রকম-ই ভাবনা আছে, ইচ্ছা আছে, সব আছে, অভিপ্রায়ও আছে ।
দাদাশ্রী : এমন মনে হয় যে সবসময় এটাই করে আসছি কিন্তু বাস্তবে তা নয়। এইদিকে ঝোঁক আছে সে কথা ঠিক কিন্তু সেই ঝোক নিশ্চিতরূপে এরকম হওয়া চাই , ডিজাইনপূর্বক হওয়া চাই। ঝোক তাে থাকে, সাধু-সন্ন্যাসীদের বিরক্ত করব না এরকম