Book Title: The Essence Of All Religion Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 29
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর দোষ করলাে ? অনেকে বলে, “আমার মিষ্টি ভালাে লাগে না। শুধু ঝাল-ই ভালাে লাগে। এদেরকে সমরসী বলে না। সমরসী অর্থাৎ সবকিছু ‘একসেপ্টেড’ (স্বীকার্য) ; কম-বেশী মাত্রাতে হলেও কিন্তু স্বীকার করে নিতে হবে। | প্রশ্নকর্তা : সমরসী আহার আর জ্ঞান এই দুইয়ের মধ্যে কোনাে সম্পর্ক আছে। কি ? জ্ঞানের জাগৃতির জন্যে সমরসী আহার না হলে নেওয়া যায় না কি ? দাদাশ্রী : সমরসী আহারের জন্যে তাে এরকম যে, আমার মহাত্মা (জ্ঞানপ্রাপ্ত)-দের যখন ‘ব্যবস্থিত’(এর জ্ঞান) দিয়েছি তখন কি খাবে আর কি খাবে না তার ঝগড়া কোথায় ? এ তাে সাধারন লােকেদের জন্যে বলেছি আর আমার মহাত্মাদের মনেও তাে এটুকু বিচার আসবে যে সমরসী আহার যদি হয় তাে ভাল। আমি-ই বলি যে, “ভাই, একটু তাে লঙ্কা খেতে হবে ; আবার পরে এও বলি যে। কাশির ওষুধ খাচ্ছি ! আর ওষুধ যে নেয় তাকেও ‘আমি’ জানি কারণ এ তাে প্রকৃতি! প্রকৃতির গুণ-ভাগ প্রশ্নকর্তা : অর্থাৎ প্রকৃতি সমরসী হতে হবে ? দাদাশ্রী : প্রকৃতি মানে কি ? তেরাে দিয়ে গুণ করা বস্তু তেরাে দিয়ে ভাগ করলে তবে প্রকৃতি পুরাে হবে। এখন সতেরাে দিয়ে গুণ করা বস্তুকে কেউ তেরাে দিয়ে ভাগ করলে কি হবে ? প্রশ্নকর্তা : অর্থাৎ তেরাে দিয়ে গুণ করলে তেরাে দিয়েই ভাগ করতে হবে ? দাদাশ্রী : এরকম করলে অবশিষ্ট কিছু থাকবে না ! প্রশ্নকর্তা : এর উদাহরণ কি হবে ?

Loading...

Page Navigation
1 ... 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50