Book Title: The Essence Of All Religion Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 44
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর ৩৫ ইচ্ছা তাে থাকেই। কিন্তু তা ডিজাইনপূর্বক হওয়া চাই । প্রশ্নকর্তা : ডিজাইনপূর্বক মানে কি ভাবে, দাদাজী ? দাদাশ্রী : এতে যে লেখা হয়েছে সেই অনুসারে একজ্যাক্টনেস্ (সঠিকভাবে)। নয়তাে সাধু-সন্ন্যাসীদের বিরক্ত করব না এমন ইচ্ছা তাে থাকে কিন্তু তবুও বিরক্ত করেই। এর কারণ কি ? তাতে বলা যায়, এর এটা ডিজাইনপূর্বক নয়। এ ডিজাইনপূর্বক হলে হতাে না। প্রশ্নকর্তা : এই যে নয় কলম একে কি বুঝে নিয়ে জীবনে আনতে হবে ? দাদাশ্রী : না, এরকম কিছু বুঝে নিয়ে আনার নেই। আমি এটাই বলতে চাইছি। যে আমি যেরকম বলেছি সেইভাবে শুধু শক্তি চাও। এই শক্তিই তােমাকে একজ্যাক্টনেসে নিয়ে আসবে। তােমার বুঝে নিয়ে কিছু করার নেই। এ হবেও না , মানুষ করতেও পারে না । বুঝে নিয়ে যদি করতে যায় তাে হবে না। কুন্দ্র (প্রকৃতি)-কে সঁপে দিতে হবে। সেইজন্যে, হে দাদা ভগবান, শক্তি দিন। এইভাবে শক্তি চাইলে শক্তি স্বয়ং-ই প্রকট হবে, পরে যথার্থরূপে হবে । এ তাে খুব উঁচু বস্তু । কিন্তু বুঝতে না পারা অবধি এমনিভাবেই চলবে । আমি এরকম কেন বলেছি যে শক্তি চাও, শক্তি দিন ? নিজে ডিজাইন করতে পারে না । মূল ডিজাইন কি ভাবে বানাবে ?! অর্থাৎ (আজ) এ এফেক্ট। শক্তি যে চাওয়া হচ্ছে তা কারণ আর এর এফেক্ট পরে আসবে । সেই এফেক্ট-এ কার মাধ্যমে। আসবে ? দাদা ভগবানের দ্বারা প্রেরিত হয়ে। এফেক্ট ভগবানের থু (মাধ্যমে) আসা চাই। সেইজন্য নয় কলম অনুসারে শক্তি চাইতে থাকলে পরে নিজে থেকেই নয় কলমে থাকবে বহু বছর পর্যন্ত।

Loading...

Page Navigation
1 ... 42 43 44 45 46 47 48 49 50