Book Title: The Essence Of All Religion Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 27
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর প্রশ্নকর্তা : তাে এই বিষয়-বিকার সম্পর্কিত চেষ্টা কি ধরনের হয় ? | দাদাশ্রী : বিষয়-বিকার সম্বন্ধেও দেহ যা যা কাজ করে , যার ফটো নেওয়া যায়। সে সব কিছুকেই চেষ্টা বলে। দেহ দিয়ে যে কাজ হয় না তাকে চেষ্টা বলে না। কখনাে কখনাে ইচ্ছা হয় , মনে বিচার আসে কিন্তু চেষ্টা হয় না। বিচার সম্পর্কিত দোষ মনের দোষ ! ‘আমাকে নিরন্তর নির্বিকার থাকার শক্তি দিন’ , এটুকু তুমি ‘দাদা’র কাছে। চাইবে। ‘দাদা’ তাে দানেশ্বর। রসে লুব্ধতা করতে নেই ... প্রশ্নকর্তা : ৭. হে দাদা ভগবান ! আমাকে কোনাে প্রকার রসের প্রতি লােভ না। করার শক্তি দিন। সৰ্বরসযুক্ত খাদ্য গ্রহণ করার পরম শক্তি দিন। দাদাশ্রী : খাবার খাওয়ার সময় তােমার যে সজী যেমন টমাটোর সজী ভাল লাগে আর তা বারবার মনে পড়তে থাকে তাে তাকে লুব্ধতা (লােভ) বলে। টমাটো খেলে অসুবিধা নেই কিন্তু আবার তা মনে আসা উচিৎ নয়। নয়তাে তােমার সমস্ত শক্তি লুব্ধতাতে চলে যাবে। সেইজন্যে তুমি বলবে যে, ‘যা আসবে তাই আমার স্বীকার্য। কোনও ধরনের লুব্ধতা থাকা উচিৎ নয়। থালাতে যা খাবার আসবে তা যদি আমের রস আর রুটি হয় তাে তাই শান্তিতে খাবে। তাতে কোনাে আপত্তি নেই। কিন্তু যা আসবে তা ‘একসেপ্ট’ করবে ; অন্য এটা-ওটা মনে করবে না। প্রশ্নকর্তা : সমরসী মানে কি ? দাদাশ্রী : সমরসী মানে পুরণপুরী, ডাল, ভাত, সজী সব খাও কিন্তু শুধুমাত্র পুরণপুরীই ঠেসে ঠেসে খাবে না । কিছু লেক মিষ্টি খাওয়া ছেড়ে দেয় ; তাে মিষ্টি এদের নালিশ করে যে আমার

Loading...

Page Navigation
1 ... 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50