Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 21
________________ নিগ্রন্থ প্রবচন শুনতে গিয়েছিলাম, নিগ্রন্থ প্রবচন আমার শ্রেয় মনে হয়েছে, নিগ্রন্থ প্রবচন আমার প্রেয় মনে হয়েছে, নিগ্রন্থ প্রবচন আমি গ্রহণ করেছি। সেকথা শুনে পিতা অন্ধকবৃষ্ণি বললেন : পুত্র, তুমি নিগ্রন্থ প্রবচন শ্রবণ করেছ, নিগ্রন্থ প্রবচনে তোমার শ্রদ্ধা হয়েছে, নিগ্রন্থ প্রবচন তুমি গ্রহণ করেছ, পুত্র, তুমি কৃতকৃত্য হয়েছ, তুমি ধন্য হয়েছ। সেকথা শুনে গৌতম বলল । পিতা, তবে আমায় আদেশ দিন কেশােৎপাটন করে আমি শ্ৰমণ সঙ্ঘে প্রবেশ করি। গৌতমের মুখে শ্ৰমণ সঙ্ঘে প্রবেশের কথা শুনে মা ধারিণী দুঃখিত হলেন। চোখের জলে বক্ষ ভাসিয়ে তিনি বললেন : পুত্র, তুমি আমাদের একমাত্র সন্তান, তােমার তিলমাত্র বিরহ আমাদের অসহ্য। তাই যতদিন আমরা বেঁচে আছি ততদিন সংসারে থাক, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78