Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 61
________________ ব্যাধিরহিত মঙ্গলময় ও উপদ্রবহীন স্থান কী? গৌতম বললেন : কেশী, লােকের ঊর্ধ্বভাগে দুরধিগম্য শাশ্বত এক স্থান রয়েছে যেখানে জরা, মৃত্যু, ব্যাধি ও বেদনা নেই। কেশী বললেন ঃ গৌতম, কী সেই স্থান ? গৌতম বললেন : কেশী, নির্বাণ, অব্যাবাধ, সিদ্ধি, লােকা, ক্ষেম ও শিব নামে যা অভিহিত হয়, এই সেই স্থান। সেই স্থান শাশ্বত, দুরধিগম্য, ও লােকাগ্র অবস্থিত ; সংসার-প্রবাহ বিনাশকারী মহর্ষিরা সেই শাশ্বত ললাকে গমন করে শােক প্রাপ্ত হন না। কেশীগৌতমীয়। উত্তরাধ্যয়ন Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78