Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 49
________________ এই বেদনা হতে যদি আমি মুক্ত হই, তবে আমি ক্ষমাবান ও জিতেন্দ্রিয় হব, হিংসা হতে নিবৃত্ত হব, শ্ৰমণ দীক্ষা গ্রহণ করব। তারপর সেই চিন্তা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই, কিন্তু তারপর দিন সকালে . যখন ঘুম ভাঙল তখন দেখি আমার সেই জ্বর ও বৈদনা উপশান্ত হয়েছে। আমি তখন পিতামাতার আদেশ নিয়ে শ্ৰমণ দীক্ষা গ্রহণ করলাম ও আত্ম সংযম ও তপশ্চর্যার ভেতর দিয়ে আত্ম স্বাতন্ত্র্য লাভ করলাম— এ ভাবে আমি সনাথ হলাম। রাজ, আত্মাই বৈতরণী নদী, আত্মাই নরকস্থিত কণ্টকাকীর্ণ শাল্মলী বৃক্ষ, আত্মাই কামদুঘা ধেনু, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78