Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 42
________________ আমি মৃগের ন্যায় বিবশ হয়ে পাশে ও জালে ধৃত, বদ্ধ ও রুদ্ধ হয়ে বহুবার ব্যাপাদিত হয়েছি। আমি পরবশ হয়ে মৎস্যের ন্যায় বঁড়শী ও জালের দ্বারা অনন্তবার ধৃত হয়েছি ; আমাকে চেরা, ফাড়া ও হত্যা করা হয়েছে। আমি পক্ষীর ন্যায়। অনন্তবার শেন পক্ষীর দ্বারা ধৃত হয়েছি ; জালে বদ্ধ ও আঠাতে সংলগ্ন হয়ে পরে বিনাশিত হয়েছি। আমাকে বৃক্ষের ন্যায় কুঠার ও পরশু দিয়ে খণ্ড খণ্ড করা হয়েছে, আমার ছাল । ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি সমস্ত জীবনে দুঃখপূর্ণ বেদনাই অনুভব করেছি, মুহূর্তমাত্ৰ সুখানুভব করিনি। সেকথা শুনে। মৃগাপুত্রের পিতা বললেন : পুত্র, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78