Book Title: Shraman Sanskrutik Kavita
Author(s): Ganesh Lalwani
Publisher: Jain Bhawan Publication

View full book text
Previous | Next

Page 34
________________ হরিকেশবল তখন সােমদেব প্রদত্ত অন্ন গ্রহণ করলেন। মুনি অন্ন গ্রহণ করলে দিব্য গন্ধ প্রবাহিত হল, দিক সকল প্রশান্ত হল। ব্রাহ্মণেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল । আশ্চর্য এর তপস্যা, এর কাছে জাতি মাহাত্ম্য কিছুই নয়। হরিকেশবল তখন তঁাদের বললেন : ব্রাহ্মণগণ, আপনারা কেন যজ্ঞ করে জল দিয়ে বাহ্য শুদ্ধি প্রার্থনা করেন ? স্নানের দ্বারা শুদ্ধি হয় না। আচমন ও কুশ, যুপ, তৃণ, কাষ্ঠ ও অগ্নি ব্যবহার করে। আপনারা আরাে জীবহিংসা জনিত পাপ সঞ্চয় করেন। ব্রাহ্মণেরা তখন বললেন : হে শ্ৰমণ, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78