Book Title: Avoid Clashes
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 15
________________ বুদ্ধিই সংসারে সংঘাত ঘটায়। আরে, এক মহিলার কথামত চললেও পতন হয়, সংঘাত ঘটে যায়, আর এতাে বুদ্ধিবহেন! তার কথা শুনে চলবে তাে কোথা থেকে কোথায় ছুঁড়ে ফেলবে। আরে, রাত দু’টোর সময় ঘুম ভাঙিয়ে বুদ্ধিবহেন উল্টো দেখাবে। পত্নী তাে কিছু সময় সাথে থাকেন কিন্তু এই বুদ্ধিবহেন তাে নিরন্তর সাথে-সাথেই থাকবে। এই বুদ্ধি তাে ‘ডি-থ্রোন’ (পদচ্যুত) করায়, এমনই হয়।। যদি তুমি মােক্ষ-এ যেতে চাও তাহলে বুদ্ধির কথা একেবারেই শুনবে । বুদ্ধি তাে এমনই যে জ্ঞানীপুরুষকেও উল্টো দেখায়। আরে, যার দ্বারা তােমার মােক্ষলাভ সম্ভব তাকেই উল্টো দেখানাে? এর ফলে তাে আপনার মুক্তি অনন্ত জন্মের জন্য পিছিয়ে যাবে।। সংঘাত হল আমাদের অজ্ঞানতা। কারাের সাথে সংঘাত হলে তা আমাদের অজ্ঞানতার পরিচয়। সত্য-মিথ্যা ভগবান দেখেন না। ভগবান তাে এটাই দেখেন যে, “সে যাই বলুক না কোন সংঘাত তাে হয় নি? তখন বল, ‘না। ব্যাস, আমার এইটুকুই চাই। অর্থাৎ ভগবানের কাছে সত্য-মিথ্যা হয় না, ও তাে এই লােকেদের কাছে হয়। ভগবানের কাছে কোন দ্বন্দ-ই নেই! যারা সংঘর্ষে জড়ায় তারা সবাই দেওয়াল আপনি যদি কোন দেওয়ালে ধাক্কা খান তাহলে দোষ কার, আপনার না। দেওয়ালের? যদি আপনি দেওয়ালকে অনুরােধ-উপরােধ করেন এবং আপনার রাস্তা থেকে সরে যেতে বলেন অথবা আপনাকে ন্যায় দিতে বলেন তাহলে সে কি তা করবে? যদি আপনি আপনার পূর্বনির্ধারিত রাস্তা বা চিন্তা-ভাবনা নিয়ে জেদাজেদি করেন তাহলে কার মাথা ফাটবে? প্রশ্নকর্তা ঃ আমার! দাদাশ্রীঃ তাহলে কাকে সাবধান হতে হবে? কার দোষ এটা? যে আঘাত পেয়েছে দোষ তারই। এই জগৎ একটা দেওয়ালেরই মত। আপনি যদি কোন দেওয়াল বা দরজার সাথে ধাক্কা খান তাহলে কি আপনি দেওয়াল বা দরজাকে প্রতিপক্ষ ধরে নেবেন? প্রশ্নকর্তাঃ দরজা কোন জীবন্ত বস্তু নয়। দাদাশ্রীঃ তাহলে কি আপনি বলতে চাইছেন যে কিছুর মধ্যে প্রাণ থাকলেই | [১২]

Loading...

Page Navigation
1 ... 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34