Book Title: Avoid Clashes
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 29
________________ প্রশ্নকর্তাঃ আমাদের দৈনন্দিন জীবনে যখন অহঙ্কার মাথা তােলে তখন আমাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং অনেক স্ফুলিঙ্গ তৈরি হয় ! দাদাশ্রী ঃ এই স্ফুলিঙ্গ অহংকারের জন্যে নয়। দেখে মনে হয় এদের উৎপত্তি অহংকার থেকে আসলে তারা আপনার শারীরিক সম্পর্কের সাথে সম্বন্ধযুক্ত। যেখানে কোন শারীরিক সম্পর্ক নেই সেখানে কোন সংঘাত নেই। শারীরিক সম্পর্ক বন্ধ হলে সংঘর্ষ-ও থেমে যায়, সেইজন্যে যখন কোন স্বামীস্ত্রী এক বছরের জন্যে ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করে আমি তাদের প্রশ্ন করি যে তাদের জীবন এখন কিরকম। তারা উত্তর দেয়, “কোন স্ফুলিঙ্গ নেই, কোন ঝগড়া নেই, কোন সংঘর্ষ নেই, কোন সংঘাত নেই, সবকিছু স্থির হয়ে আছে। এই সবকিছুই শারীরিক সম্পর্কের জন্য। | প্রশ্নকর্তা ঃ প্রথমে আমরা ভাবতাম যে এই সংঘাত ঘরের কাজের সাথে। সম্পর্কিত। কিন্তু ঘরের কাজে একে অন্যকে সাহায্য করা সত্ত্বেও সংঘাত চলতে থাকে।। দাদাশ্রীঃ যতক্ষণ শারীরিক সম্পর্ক আছে ততক্ষণ এই সংঘাত চলতেই থাকবে। শারীরিক সম্পর্ক-ই সংঘাতের মূল কারণ। যিনি নিজের যৌন প্রবৃত্তিকে জয় করেছেন তিনি সবই জয় করেছেন। এইরকম মানুষের কাছে। যারাই আসে তাদের উপর তিনি প্রভাব বিস্তার করেন। | স্থূল ওবং সূক্ষ্ম সংঘাত প্রশ্নকর্তা ঃ আপনার একটা উপদেশ আছে, ‘সংঘাত পরিহার’। যদি এই উপদেশ কেউ সম্পূর্ণ আন্তরিকতার সাথে পালন করে তাহলে তার মুক্তি হবে। সংঘাত পরিহারের স্থূলতম (gross) থেকে সূক্ষ্মতম (subtle) স্তরে উত্তরন দয়া করে বুঝিয়ে দিন। দাদাশ্রী ঃ কেউ যখন সংঘাত পরিহার করার সংকল্পকে পালন করে উন্নতি করে তখন তার স্বতঃলব্ধ জ্ঞান (intuition) বাড়তে থাকে। তাকে কারাের কিছু দেখানাের প্রয়ােজন হয় না। তার শিক্ষা স্বঃস্ফূর্ত হয়। এই কথাগুলি এমনই যে তারা আপনাকে মােক্ষ-এ নিয়ে যাবে। অন্য একটি সূত্র হল, ‘যে ভুগছে তার ভুল’ যা সবাইকে মুক্তি দিতে সমক্ষ। আমার প্রত্যেকটা শব্দই আপনাকে মুক্ত করবে। এটা আমার গ্যারান্টি (guarantee)। [ ২৬ ]

Loading...

Page Navigation
1 ... 27 28 29 30 31 32 33 34