SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 241
Loading...
Download File
Download File
Page Text
________________ 228 উত্তরাধ্যয়ন সূত্র ধনং পভূয়ং সহ ইখিয়াহিং, সয়ণা তহা কামগুণা পগামা ৷ তবং কএ তপ্পই জস্র লোগো, তং সব্ব সাহীণমিহেব তুক্তং ১ ॥১৬|| ( পুরোহিত বলিল ) ইখিয়াহিং ( স্ত্রীগণের ) সহ ( সহিত ) পভূয়ং ( প্রভূত ) ধণং ( ধন ) সয়ণা ( স্বজনগণ ) তহা (তথা = এবং ) পগামা (প্রকাম=প্রচুর) কামগুণ৷ ( বিষয়ভোগের বস্তু ) ( রহিয়াছে ) লোগো লোকসকল= মনুষ্যগণ ) জস ( যাহার ) কএ ( ক্বতে= নিমিত্ত, জন্য ) তবং (তপ=তপস্যা ) তগ্গই (তপ্যতে= অনুষ্ঠান করে ) তং সব্ব ( সেই সমস্ত ) ইহেব ( এখানে : আমাদিগের গৃহে ) তুক্তং ( তোমাদিগের ) সাহীণং ( স্বাধীন = আয়ত্তাধীন ) ( আছে ) ॥ ১৬৷৷ = পুরোহিত বলিল হে পুত্রগণ, স্ত্রীগণের সহিত প্রভূত ধন, আত্মীয় স্বজনগণ ও প্রচুর বিষয়ভোগের বস্তু গৃহে রহিয়াছে। মনুষ্যগণ যাহা প্রাপ্তির নিমিত্ত তপস্যানুষ্ঠান করে তৎসমস্ত আমাদিগের গৃহে তোমাদের আয়ত্তাধীনে আছে ৷ ( অতএব এ সমস্ত ভোগ কর ) ॥১৬৷ ধণেণ কিং ধম্মধুরাহিগারে, সয়ণেণ বা কামগুণেহিং চেব । সমণা ভবিস্স্সামু গুণোহধারী, বহিংবিহারা' অভিগম্ম ভিক্‌খং ॥১৭|| ( কুমারগণ বলিল ) ধৰ্ম্মধুরাহিগারে ধর্মধুরাধিকারে= ধর্মবহনাধিকারে, ধর্মাচরণের প্রস্তাবে ) ধণেণ ( ধনের দ্বারা) সয়ণেণ ( স্বজনের দ্বারা ) বা ( বা ) কামগুণেহিং চেব ( বিষয়মুখের দ্বারাও ) কিং ( কি=কি প্রয়োজন ? ) গুণোহধারী ( গুণৌঘধারী=জ্ঞানদর্শন চারিত্ররূপ গুণসমূহের ধারক ) বহিংবিহারা ( বহির্বিহার=গৃহ হইতে বাহিরে বিচরণকারী ) ভিক্খং ( ভিক্ষা ) অভিগম্ম ( অভিগম্য=আশ্রয় করিয়া ) সমণা ( শ্রমণ ) ভবিস্সা ( হইব ) ॥ ১৭৷৷ কুমারগণ বলিল হে পিতা, ধর্ম্মাচরণের প্রস্তাবে ধন, আত্মীয়স্বজন বা বিষয়সুখের কি প্রয়োজন ? আমরা জ্ঞান, দর্শন ও চারিত্ররূপ গুণসমূহের ১। ‘তুং’ টীকা ১ ও ৩। ২। “বহিগ্রামাদিভ্যো বহির্বৰ্ত্তিত্বাদু দ্রব্যতো ভাবতশ্চ ক্বচিদ প্রতিবন্ধত্বাদ্ বিহারঃ যয়োত্তৌ বহিবিহারৌ” টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy