SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 240
Loading...
Download File
Download File
Page Text
________________ ২২৩ ইযুকারীয় পরিব্বয়ংতে অণিয়ওকামে, অহাে য় রাউ পরিতল্পমাণে। অল্পমত্তে ধণমেসমাণে পগ্লোতি মচচুং পুরিসে জরং চ ॥১৪। পরিব্বয়ংতে (পরিব্রজন্=বিষয়সুখের জন্য ইতস্ততঃ ভ্রমণ করিতে থাকিয়া ) অণিয়ত্তকামে (অনিবৃত্তকাম=অতৃপ্ত ইচ্ছা সম্পন্ন ) অহাে য় রাউ ( দিন ও রাত্রি ) পরিতল্পমাণে (পরিতপ্যমান=পরিতাপগ্রস্ত হইতে থাকিয়া ) অগ্নমত্তে (অন্যপ্রমত্ত =অন্যের জন্য প্রমত্ত, স্ত্রীপুত্রাদি অন্যজনের কার্যে আসক্ত ) ধণমেসমাণে ( ধনের ইচ্ছা করিতে থাকিয়া) পুরিসে (পুরুষ) মচুচুং (মৃত্যু ) জরং চ ( ও জরা) পপ্লোতি (প্রাপ্ত হয়) ১৪ বিষয়সুখের জন্য ইতস্ততঃ ভ্রমণ করিতে থাকিয়া, অতৃপ্ত ইচ্ছাযুক্ত, দিনরাত্রি পরিতাপগ্রস্ত হইতে থাকিয়া, স্ত্রীপুত্রাদির কার্যে আসক্তিযুক্ত হইয়া, ও ধনের বাঞ্ছা করিতে থাকিয়া মনুষ্যগণ জরা ও মৃত্যু প্রাপ্ত হয় ॥১৪। ইমং চ মে অখি ইমং চ নখি, ইমং চ মে কিচ্চ ইমং অকিচ্চং। তং এবমেবং লালগ্নমাণং, হর হরংতি ত্তি কহং পমাএ ॥১৫|| ইমং চ (ইহা) মে (আমার) অখি ( আছে ) ইমং চ (ইহা) নথি (নাই) ইমং চ (ইহা) মে (আমার) কিচ্চ ( কৃত্য) ইমং (ইহা) অকিচ্চং ( অকৃত্য) এবমেবং (এইরূপ ) লালমাণং (যে প্রলাপ বচন বলিতে থাকে ) তং (তাহাকে) হরা ( কাল = দিনরাত্রিরূপ কাল ) হরংতি ত্তি ( হরণ করে = আয়ুহরণ করে ) কহং (কেন) পমাএ (প্রমাদ) (করিতেছ ) |১৫|| আমার ইহা আছে ও ইহা নাই, ইহা আমার কৃত্য ও ইহা অকৃত্য এইরূপ প্রলাপ বাক্য উচ্চারণকারী পুরুষকে কাল সংহার করে। কেন প্রমাদ করিতেছ? ॥১৫। ১। রত্তি’ টীকা ১ ও ৩। ২। “পপুতি’ টীকা ৩। পপুত্তি’ টীকা ১। ৩। “পুরিসস’ টীকা ১ ও ৩। ৪। “হরঃ দিনরজন্যাদয় ব্যাধিবিশেষ বা টীকা ৩। “হরাঃ কালা দিবসরজন্যাদয়ঃ” টীকা ১।। ৫। “পমাও টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy