________________
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
প্রশ্নকর্তা : কিন্তু এই ব্যবহারের জন্যে যে নিজের ভাব বদলাচ্ছে, তখন এই ভাবনা ভেবে নতুন করে ভাব বদলাতে হবে কি ?
| দাদাশ্রী : কিন্তু এ কিছু হেল্প করবে না। আগে যতটুকু করেছে তা আজকে সাহায্য করবে। হ্যা, এরকম হতে পারে যে আগে কিছু কিছু করে এসেছে, তাহলেই এ-জন্মে সবকিছুর পরিবর্তন হবে ।
প্রশ্নকর্তা : অর্থাৎ পূর্বজন্মের ভাব অনুসারেই পরিণামরূপে আজকের ব্যবহার হচ্ছে ?
দাদাশ্রী : সেই পরিণামই আসে, অন্য কিছু আসে না। ভাব মানে বীজ আর দ্রব্য মানে পরিণাম। বাজরার একটা দানা বুনলে তার এতােবড়াে শীষ আসে।
এই কলম তাে শুধু বলারই জন্যে। রােজ শুধু ভাবনাই করার । এ তাে বীজ বুনতে হবে আর বীজ বােনার পরে যখন ফল আসবে তখন দেখতে পাবে। ততদিন। পৰ্য্যন্ত সার দেবে। এই ব্যবহারে সত্যিই কোনাে পরিবর্তন আনার নেই, কোনাে রকমের নয়। আর এই যে আছে তা পুরানাে যা ছিল তাই।
অর্থাৎ এই নয় কলম কি বলছে ? ‘হে দাদা ভগবান , আমাকে শক্তি দিন। আর লােকেরা কি বলছে ? এ তাে পালন করা যায় এরকম নয়। কিন্তু এ করার নয়। আরে, অবুঝের মত কথা বলছাে ! এ জগতে সবাই বলে যে, ‘করাে, করাে, করাে’, আরে , করার কিছু হয়-ই না। জানার-ই আছে। ফের, ‘আমি এরকম করতে চাই না আর (যা হয়ে গেছে। তার জন্যে আমি অনুশােচনা করছি। এমনি করে ‘দাদা ভগবান’-এর কাছে ক্ষমা চাইবে। এখন এই যে করবাে না এরকম বলছাে সেখান থেকেই তােমার অভিপ্রায় আলাদা হয়ে গেল। ফের যদি করাে তাে তাতে অসুবিধা নেই। কিন্তু অভিপ্রায় আলাদা হওয়াতে মুক্তি পেলে ! এ তাে মােক্ষমার্গের রহস্য, তা জগতের দৃষ্টিতে নেই !
প্রশ্নকর্তা : লােকেরা তাে ‘ডিশ্চার্জ’-এ পরিবর্তন চায়, পরিণামকে বদলাতে চায় ।