SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 12
Loading...
Download File
Download File
Page Text
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর ৮. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার, প্রত্যক্ষ অথবা পরােক্ষ, জীবন্ত অথবা মৃত কারাের প্রতি কিঞ্চিৎমাত্র অবর্ণবাদ, অপরাধ, অবিনয় না করার, করানাের অথবা কর্তাকে অনুমােদন না করার পরম শক্তি দিন। ৯. হে দাদা ভগবান ! আমাকে জগৎকল্যাণ করার নিমিত্ত হওয়ার পরম শক্তি দিন, শক্তি দিন, শক্তি দিন। ( দিনে তিনবার করে বলার )। | এইটুকু তােমাকে ‘দাদা’-র কাছে চাইতে হবে। এ প্রত্যেকদিন শুধু যন্ত্রবৎ পড়ে যাওয়ার বস্তু নয়, অন্তরের অন্তঃস্থলে রাখার বস্তু। এ প্রত্যেকদিন উপযােগপূর্বক ভাবনা করার বস্তু। এটুকু পাঠে সমস্ত শাস্ত্রের সার চলে আসে। দাদাশ্রী : প্রত্যেকটা শব্দ পড়লে ? প্রশ্নকর্তা : হ্যাঁ, সব ভালাে করে পড়ে নিয়েছি । অহং দুঃখ না পায় ... প্রশ্নকর্তা : ১. ‘হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার অহং-কে কিঞ্চিৎমাত্রও দুঃখ না দিই, না দেওয়াই অথবা দুঃখ দেওয়ার প্রতি অনুমােদন না করি এমন পরম শক্তি দিন।। আমাকে কোনাে দেহধারী জীবাত্মার অহম্ কিঞ্চিৎমাত্র দুঃখ না পায় এমন স্যাদ্বাদ বাণী , স্যাদ্বাদ ব্যবহার আর স্যাদ্বাদ মনন করার পরম শক্তি দিন । এটা বুঝিয়ে দিন। দাদাশ্রী : কারাের অহংকার দুঃখ না পায় সেইজন্য আমরা স্যাদ্বাদ (সর্বজনগ্রাহ্য) বাণী প্রার্থনা করি। এরকম বাণী আমাদের মধ্যে ধীরে ধীরে উৎপন্ন হবে। আমি যে বাণী বলছি তা এই ভাবনা ভাবার ফলরূপে পেয়েছি।
SR No.034331
Book TitleThe Essence Of All Religion Bengali
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages50
LanguageBengali
ClassificationBook_Other
File Size14 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy