________________
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
(নয় কলম - সার , সকল শাস্ত্রের )
এর থেকে ভাঙে সমস্ত অন্তরায়
আমি তােমাকে একটা বই পড়তে দিচ্ছি। বড় বই নয় , ছােট-ই দিচ্ছি । এটা এমনিই একটু পড়াে ।
প্রশ্নকর্তা : ঠিক আছে ।
দাদাশ্রী : একবার এটা পড়ে নাও, পুরােটাই পড়ে নাও। এই যে ওষুধ দিচ্ছি তা পড়ার ওষুধ। এই যে নয় কলম তা শুধু পড়তেই হবে, এ ওষুধ অন্য কিছু করার নয়। তুমি আর যা করছে তা ঠিক আছে কিন্তু এটা শুধু ভাবনা করারই ওষুধ ; সেইজন্যে এটা যে দিচ্ছি তা পড়তে থাকবে। এর থেকে সমস্ত ধরনের অন্তরায় ভেঙে যাবে ।
তাই আগে এক-দু মিনিটের জন্যে এই নয় কলম পড়ে নাও।
প্রশ্নকর্তা : নয় কলম ..
১. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার অহং-কে কিঞ্চিৎমাত্রও দুঃখ না দিই, দুঃখ না দেওয়াই অথবা দুঃখ দেওয়ার প্রতি অনুমােদন না করি । এমন পরম শক্তি আমাকে দিন।
আমাকে কোনাে দেহধারী জীবাত্মার অহম্ কিঞ্চিৎমাত্র দুঃখ না পায় এমন স্যাদ্বাদ বাণী , স্যাদ্বা ব্যবহার আর স্যাদ্বা মনন করার পরম শক্তি দিন ।