SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 405
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র ( পুরলোকে ) ণিসেসং ( নিঃশ্রেয়স = কল্যাণকারী ) ন তু ভবিস্স্সঈ (নিশ্চয়ই হইবে না ) ৷৷১৯৷৷ যদি আমার জন্য এই সমস্ত প্রাণিগণকে বধ করা হয় তবে তাহা নিশ্চয়ই পরলোকে আমার কল্যাণজনক হইবে না ॥১৯৷৷ -4-40 সো কুংডলাণ জুয়লং, সুত্তগং চ মহাজমো । আভরণাণি য় সব্বাণি, সারহিস্স পণামত্ৰ' ॥২০॥ সো ( সেই ) মহাজসো ( মহাযশস্বী ) ( নেমিকুমার ) কুংডলাণ জুয়ল ( কুণ্ডলযুগল ) চ ( ও ) সুত্তগং ( সূত্রক=কটিসূত্র ) য় ( ও অন্যান্য ) সব্বাণি (সমস্ত ) আভরণাণি ( আভরণ ) সারহিস ( সারথিকে ) পণামএ ( অৰ্পণ করিলেন ) ॥২০॥ ( উক্তরূপ চিন্তা করিয়া আবদ্ধ প্রাণিগণকে সারথির দ্বারা মুক্ত করাইয়া ) সেই মহাযশস্বী নেমিকুমার কুণ্ডলযুগল, কটিসূত্র ও অন্যান্য সমস্ত আভরণ শরীর হইতে উন্মোচনপূর্বক সারথিকে অর্পণ করিলেন ॥২০॥ মণপরিণামো য় কও, দেবা য় জহোইয়ং সমোইন্না ৷ সব্বিটীই সপরিসা, ণিমণং তস কাউং জে ॥২১৷ . ( নেমিকুমারের দ্বারা দীক্ষা গ্রহণ করিবার ) মণপরিণামো ( মনঃপরিণাম= মনের অভিপ্রায় ) কও ( ক্বত ) ( হইলে ) তস ( তাঁহার = নেমিকুমারের ) ণিমণং ( নিষ্ক্রামণ=দীক্ষা, দীক্ষামহোৎসব ) কাউং ( করিবার জন্য ) সব্বিটীই ( সমস্ত ঋদ্ধির সহিত=সমস্তপ্রকার আড়ম্বরের সহিত ) সপরিসা (সপারিষদ্= সমস্ত অমাত্যানুচরগণের সহিত ) দেবা ( দেবগণ ) জহোইয়ং (যথোচিত=নিয়মানুযায়ী ) সমোইগ্গা ( সমবতীর্ণ = দেবলোক হইতে আগমন করিল ) ॥২১॥ নেমিকুমার দীক্ষাগ্রহণ করিবার অভিপ্রায় স্থির করিলে তাঁহার দীক্ষামহোৎসব করিবার জন্য দেবগণ দেবলোক হইতে সমস্তপ্রকার আড়ম্বর ও অনুচরাদির সহিত নিয়মানুযায়ী আগমন করিল । ১। ‘পণামঈ' টীকা ৩ ২। তীর্থঙ্করের জন্ম, দীক্ষা, কেবলজ্ঞান ও নির্বাণের সময় দেবগণ আগমন করিয়। উৎসব করেন, এইরূপ নিয়ম আছে। ৩। ‘সব্বড চীএ’ টীকা ১ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy