________________
রথনেমীয়
৩৮৭ | হে হস্তিপক, এই সমস্ত সুখাভিলাষী ( স্বাধীনতাকামী) প্রাণিগণ কিসের জন্য বেষ্টনী ও পিঞ্জরের মধ্যে আবদ্ধ আছে ॥১৬||
অহ সারহী তও ভণই, এএ ভদ্দা উ পাণিপণ।।
তুং বিবাহকজ্জংমি, ভােয়াবেউং বহুং জণং |১৭|| অহ (অথ =নেমিকুমারের বাক্য শ্রবণ করিয়া) ও (তৎপরে) সারহী (সারথি ) ভণই (বলিল) এএ (এই সকল ) ভদ্দা ( ভদ্র = নিরপরাধী ) পাণিপণ (প্রাণিগণ ) তুং (আপনার ) বিবাহকজ্জংমি (বিবাহকার্যে ) বহুং জণং (বহু জনকে) ভােয়াবেউং ( ভােজন করাইবার জন্যে ) ( আবদ্ধ করিয়া রাখা হইয়াছে) ॥১৭
নেমিকুমারের বাক্য শ্রবণ করিয়া সারথি উত্তর করিল, এই সমস্ত নিরাপরাধ প্রাণিগণকে আপনার বিবাহকার্যে বহু লােককে ভােজন করাইবার জন্য আবদ্ধ করিয়া রাখা হইয়াছে’ ॥১৭
| সােউণ ত বয়ণং, বহু পাণিবিণাসণং।
| চিংতেই সে মহাপণে, সানুক্কোসে জিএ হিও |১৮|| তন্স (সারথির) বহু পাণিবিণাসণং (বহু প্রাণী বিনাশসূচক) বয়ণং (বচন) সােউণ ( শুনিয়া) সে (সেই) সানুক্কোসে (সানুক্রোশ =সদয়, দয়াবান্) জি হিও (জিবের হিতাকাঙ্ক্ষী) মহাপগ্নে (মহাপ্রাজ্ঞ ) (নেমিকুমার) চিংতেই ( চিন্তা করিতে লাগিলেন ) ॥১৮||
বহু প্রাণিগণের বিনাশসূচক সারথির বচন শ্রবণ করিয়া দয়ালু জীবগণের হিতাকাঙ্ক্ষী ও মহাপ্রাজ্ঞ সেই নেমিকুমার চিন্তা করিতে লাগিলেন ॥১৮||
জই মত্মকারণা এএ, হংতি সুবহু জিয়া।
ন সে এয়ং তু ণিসসেসং৩, পরলােএ ভবিঈ ॥১৯। জই (যদি) মষ্মকাণা ( আমার কারণে) এএ (এই সমস্ত ) সুবহু জিয়া ( বহু জীবগণ) হংতি (হত হইবে) এয়ং (ইহা) মে ( আমার) পরলােএ
১। “তুং টাকা ১ ও ৩। ২। ‘হন্নংতে’ টীকা ১। ৩। “নিসসেয়ং’ টীকা ১।