SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 368
Loading...
Download File
Download File
Page Text
________________ মহানিগ্রন্থীয় ৩৫১ দুকথা ( আমার দুঃখ ) ন বিমােয়ংতি (মােচন করিতে পারিল না) এস মত্ম অণাহয়া (ইহাই আমার অনাথতা) ॥২৪। | আমার পিতা আমার আরােগ্যের জন্য সমস্ত সম্পত্তি প্রদান করিতে উদ্যত হইল কিন্তু আমার দুঃখ মােচন করিতে পারিল না, ইহাই আমার অনাথ ॥২৪ | মায়া বি মে মহারায়, পুত্ত সােগদুহটিয়া। নয় দুক্খা বিমােয়ংতি, এসা মত্ম অহয়া ॥২৫|| মহারায় (হে মহারাজ) মে ( আমার) মায়া বি (মাতাও) পুত্তসােগনুহটিয়া (পুত্ৰশােকদুঃখার্ত=পুত্রের জন্য শশাকে দুঃখার্ত হইয়াও) দুক্খা (আমার দুঃখ ) ন বিমােয়ংতি (মমাচন করিতে পারিল না) এসা মঙ্খ অণাহয়া (ইহাই আমার অনাথতা) ২৫ . হে মহারাজ, আমার মাতাও পুত্রের জন্য দুঃখার্ত হইল কিন্তু আমার দুঃখ মােচন করিতে পারিল না, ইহাই আমার অনাথতা ॥২৫|| ভায়রাে মে মহারায়, সগা জিঠকণিটুঠগা। ন য় দুক্খা বিমােয়ংতি, এসা মঙ্ অহয়া |২৬|| মহারায় (হে মহারাজ) মে (আমার) সগা (স্বক =সহােদর) জিঠকণিঠগা (জ্যেষ্ঠ ও কনিষ্ঠ) ভায়রাে ( ভ্রাতাগণ ) দুক্খা ইত্যাদি পূর্ববৎ ॥২৬ হে মহারাজ, আমার জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহােদর ভ্রাতাগণও আমার দুঃখ বিমােচন করিতে পারিল না, ইহাই আমার অনাথতা ॥২৬|| ভয়ণীও মে মহারায়, সগ। জেঠকণিটুটগা। নয় দুক্খা বিমােয়ংতি, এসা মঙ্খ অহয়া ॥২৭। মহারায় (হে মহারাজ) মে (আমার) ভয়ণীও (ভগ্নীগণও) অন্যান্য পূর্ববৎ ॥২৭|| হে মহারাজ, আমার সহােদর জ্যেষ্ঠা ও কনিষ্ঠা ভগিনীগণও আমার দুঃখ মােচন করিতে পারিল না, ইহাই আমার অনাথতা ॥২৭ ১। ভইণীও টীকা ১ ও ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy