SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 309
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সুত্র এয়ং পুগ্গপয়ং সোচ্চা, অত্থধম্মোবসোহিয়ং । ভরহো’ বি ভারহং বাসং, চিচ্চা কামাইং পব্বত্ৰ ॥৩৪॥ অত্থধম্মোবসোহিয়ং ( অর্থধর্মোপশোভিত=মুক্তিরূপ অর্থ ও ধর্মের দ্বার। সুশোভিত ) এয়ং ( এইরূপ=পূর্বোক্তরূপ ) পুন্নপয়ং (পুণ্যপদ = পবিত্র জিনাগম, জিনাগমের উপদেশ ) সোচ্চা ( শ্রবণ করিয়া ) ভরহো বি ( ভরত ও= প্রথম চক্রবর্তী ভরত ও ) কামাইং ( বিষয়ভোগ ) ( ও ) ভারহ বাস ( ভারতবর্ষ = ভারতবর্ষের রাজ্য ) চিচ্চা (পরিত্যাগ করিয়া ) পব্বএ (প্রব্রজিত হইয়াছিলেন ) ॥৩৪|| মুক্তিরূপ অর্থ ও ধর্মের দ্বারা সুশোভিত পুর্বোক্তরূপ পবিত্র জিনাগমের উপদেশ শ্রবণ করিয়া ভরত চক্রবর্তী সমস্ত বিষয়ভোগ ও সম্পূর্ণ ভারতবর্ষের রাজ্য ত্যাগ করিয়া প্রব্রজ্যা গ্রহণ করিয়াছিলেন ॥৩৪| 22 সগরো৩ বি সাগরংতং, ভরহবাসং ণরাহিবো । ইসরিয়ং কেবলং হিচ্চা দয়াএ পরিণিব্ব ড়ো ॥৫॥ ১। “পুণ্যং চ তৎপদং চ পুণ্যপদং পুণ্যং পবিত্রমর্থান্নিষ্কলংকং নিদূষণং অথবা পুণ্যং পুণ্যহেতুভূতং এতাদৃশং পদং, পদ্যতে জ্ঞায়তে অর্থোনেনেতি পদং সূত্রং জিনোক্তমাগমম্” টীকা ১ । ২। ভরত চক্রবর্তী—ইনি প্রথম তীর্থঙ্কর ভগবান্ ঋষভদেবের জ্যেষ্ঠপুত্র ও প্রথম চক্রবর্তী রাজা। রাজ্যভোগ করিতে করিতেই ইনি কেবলজ্ঞান প্রাপ্ত হন ও রাজ্য ত্যাগ করিয়া সংযম অবলম্বনপূর্বক মুক্তিলাভ করেন। ইঁহার নামেই ভারতবর্ষ নামকরণ হইয়াছে। শ্রীমদ্ভাগবতের উল্লিখিত জড়ভরতের উপাখ্যানের সহিত তুলনীয় । চক্রবর্তীর ব্যাখ্যার জন্য ১১।২১ সূত্রের ৬নং পাদটীকা দ্রষ্টব্য। ৩। অযোধ্যা নগরীর ইক্ষাকুবংশীয় রাজা জিতশত্রুর বিজয়া নাম্নী রাজীর গর্ভে উৎপন্ন পুত্রের নাম অজিত। ইনি পরে অজিতনাথ নামে দ্বিতীয় তীর্থঙ্কর হন। রাজা জিতশত্রুর সহোদর ভ্রাতা সুমিত্রের যশোমতী নাম্নী স্ত্রীর গর্ভে সগর নামক পুত্র উৎপন্ন হয়। অজিতনাথ দীক্ষাগ্রহণ করিবার সময় সগরকে রাজ্য প্রদান করেন। এই সগরই দ্বিতীয় চক্রবর্তী। ইঁহার ৬০ হাজার পুত্র ছিল, জ্যেষ্ঠের নাম জহ্নু কুমার। অষ্টাপদ পর্বতের চতুর্দিকে পরিখা খনন করিয়া গঙ্গানদীর প্রবাহ পরিবর্তন পূর্বক সেই জলের দ্বারা পরিখা পুর্ণ করিবার সময় দৃষ্টিবিষ সর্পের দৃষ্টির বিষে জহ্ন কুমার প্রমুখ ৬০ হাজার পুত্র ভস্মীভূত হয়। গঙ্গার প্লাবনে নিকটবর্তী ভূভাগ প্লাবিত হইলে সগর চক্রবর্তীর আদেশে তাঁহার পৌত্র জহ্ন কুমারের পুত্র ভগীরথ জলের গতি নিয়ন্ত্রণ করিয়া একদিকে প্রবাহিত ও সাগরে পাতিত করেন। সগর চক্রবর্তী পরে ভগীরথকে রাজ্য প্রদান করিয়া অজিতনাথের নিকট দীক্ষাগ্রহণ করেন ও মুক্তি প্রাপ্ত হন। ত্রিষষ্টি শলাকা পুরুষচরিত ( ইংরেজী অনুবাদ ) Vol. II, Chap. V ও VI দ্রষ্টব্য ( গাইকোয়াড় ওরিয়েন্টেল সিরিজ ) বাল্মীকি রামায়ণে উল্লিখিত সগর রাজার বৃত্তান্তের সহিত তুলনীয় ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy