SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 25
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র জানু বাঁধা) ন ( করিবে না)। বাবি (অথবা) পাএ পসারিএ (পাদ প্রসারণ করিয়া) গুরুণংতি ( গুরুর সমীপে ) ন চিটঠে (থাকিবে ) |১৯|| | গুরুর সম্মুখে জানুর উপর পা রাখিয়া, উভয় হস্ত দ্বারা জানু বা শরীর বাঁধিয়া কিংবা পাদপ্রসারণ করিয়া উপবেশন করিবে না ॥১৯ আয়রিএহিং বাহিংতাে, তুসিণীও ন কয়াইবি। পসায় পেহী নিয়াগটঠী, উবচিঠে গুরুং সয়া ॥২০| আয়রিএহিং ( আচার্যের দ্বারা) বাহিংতাে ( আহূত হইয়া) কয়াইবি (কখনও) তুসিণীও (তৃষ্ণীস্থিত=মৌন ) ন (থাকিবে না) পসায়পেহী (প্ৰসাদাপেক্ষী = প্ৰসাদাকাক্ষী) নিয়াগী (মােক্ষার্থী ) সয়া (সদা) গুরু ( গুরুকে ) উবচিটঠে (উপস্থিত হইয়া বন্দনা করিবে ) ॥২॥ শিষ্য গুরুর দ্বারা আহুত হইয়া কখনও মৌনাবলম্বন করিয়া থাকিবে না। গুরুর প্রসাদাকাঙ্ক্ষী ও মােক্ষার্থী শিষ্য সর্বদা গুরুর নিকট উপস্থিত হইয়া বন্দনা করিবে ॥২০ || আলবংতে লবংতে বা, ন নিসীএজ্জ কয়াই বি। চইউণ আসনং ধীরে, জতাে জত্তং পড়িসুণে ॥২১|| (গুরু) আলবংতে (অল্প কিছু বলিলে ) বা (বা) লবংতে (বারংবার বলিলে ) ( শিষ্য) কয়াইবি ( কখনও ) ন নিসীএজ্জ ( বসিয়া থাকিবে না)। | (কিন্তু) ধীরা (ধীর =বুদ্ধিমান) জতে (যত্নবান ) ( হইয়া) আসনং (আসন) চইউণ (পরিত্যাগ করিয়া) জং ( যাহা তাহা=যাহা গুরু আদেশ করিয়াছেন তাহ) পড়িসুণে ( স্বীকার করিবে ) |২১|| | গুরু কিছু বলিলে বা বারংবার বলিলে শিষ্য কখনও বসিয়া থাকিবে না কিন্তু ধীমান শিষ্য যত্নবান হইয়া আসন পরিত্যাগ করিয়া গুরুর আদেশ পালন করিবে ॥২১। আসনগও ন পুচ্ছিজ্জা, নেব সিজ্জাগও কয়া। আগমুকুংডুও সন্তো, পুচ্ছিজ্জা পংজলীউড়ো॥২২৷৷ ১। “পসায়টুঠী’ টীকা ৩। ২। “উৎকুটুকো মুক্তাসন: কারণতঃ পাদপুঞ্ছনাদিন্থ সন্” টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy