SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 26
Loading...
Download File
Download File
Page Text
________________ ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর স্যাদ্বা বাণী বলার শক্তি দিন , মৃদু-ঋজু ভাষা বলার শক্তি দিন। এরকমভাবে চাইতে থাকবে। স্যাদ্বা বাণী অর্থাৎ কারাের দুঃখ না হয় এরকম বাণী । ... নির্বিকার থাকার শক্তি দিন ! প্রশ্নকর্তা : ৬. হে দাদা ভগবান ! আমাকে কোনাে দেহধারী জীবাত্মার প্রতি, স্ত্রী, পুরুষ অথবা নপুংসক, যে কোনাে লিঙ্গধারী হােক না কেন তার সম্বন্ধে কিঞ্চিৎমাত্রও বিষয়-বিকার সম্পর্কিত দোষ, ইচ্ছা, চেষ্টা বা বিচার সম্পর্কিত দোষ না করার, না করানাের অথবা কর্তাকে অনুমােদন না করার পরম শক্তি দিন।। আমাকে নিরন্তর নির্বিকার থাকার পরম শক্তি দিন। দাদাশ্রী : তুমি যদি কারাের প্রতি কুদৃষ্টি দাও তাে সঙ্গে সঙ্গেই অন্তরে ‘চন্দুভাই’ (পাঠক ‘চন্দুভাই’-এর জায়গায় নিজেকে বুঝে নেবেন)-কে বলবে যে, এরকম করা উচিৎ নয়। এরকম করা আমাদের শােভা দেয় না। আমরা খানদান কোয়ালিটির। (গুণের) মানুষ। যেমন আমার বােন আছে , ও তেমনি অন্য কারাের বােন ! আমার বােনের উপর কেউ কুদৃষ্টি দিলে আমার কিরকম দুঃখ হয় ! এরকম অন্যেরও দুঃখ হয়। কি হয় না ? সেইজন্যে আমাদের এটা শােভা দেয় না। অর্থাৎ দৃষ্টি খারাপ হলে অনুশােচনা করতে হবে । প্রশ্নকর্তা : চেষ্টার অর্থ কি ? দাদাশ্রী : দেহ দ্বারা যে সমস্ত ক্রিয়া হয় , যার ফটো তােলা যায় সে সবকিছুকেই চেষ্টা বলে। তুমি ঠাট্টা-তামাশা করছাে তাকে চেষ্টা বলে। এইভাবে হাসছাে তাে তাকেও চেষ্টা বলে। প্রশ্নকর্তা : অর্থাৎ কাউকে নিয়ে হাসি-ঠাট্টা করা , কাউকে নিয়ে মশকরা করা - এ সবই চেষ্টা ? দাদাশ্রী : হ্যা, এরকম অনেক প্রকারের চেষ্টা আছে ।
SR No.034331
Book TitleThe Essence Of All Religion Bengali
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year
Total Pages50
LanguageBengali
ClassificationBook_Other
File Size14 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy