SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 9
Loading...
Download File
Download File
Page Text
________________ আমি কে ? প্রভাব পড়ে, তাে আত্মস্বরূপ নয়! | তুমি চন্দুলাল। একেবারে নও এরকমও নয়। তুমিই চন্দুলাল, কিন্তু ‘বাই রিলেটিভ ভিউপয়েন্ট (ব্যবহারিক দৃষ্টি) -তে ইউ আর চন্দুলাল ইজ কারেক্ট। প্রশ্নকর্তা : আমি তাে আত্মা, কিন্তু নাম চন্দুলাল। দাদাশ্রী: হঁা, কিন্তু এখন চন্দুলালকে কেউ গালাগালি করলে তােমার উপর তার প্রভাব পড়বে কি না ? প্রশ্নকর্তা : প্রভাব তাে পড়বেই। দাদাশ্রী : তাহলে তাে তুমি ‘চন্দুলাল', আত্মা নও। আত্মা হলে তােমার উপর প্রভাব পড়তাে না। প্রভাব পড়ছে, সুতরাং তুমি চন্দুলাল-ই। চদুলালের নামে কেউ গালি দিলে তা তুমি নিজের উপর নিয়ে নাও। চন্দুলালের নামে কেউ উল্টো-পাল্টা বললে তুমি দেওয়ালে কান লাগিয়ে তা শুনতে থাক। তখন যদি বলি, “ভাই, দেওয়াল তােমাকে কি বলছে ? তাহলে বলবে, না দেওয়াল নয়, ভেতরে আমার কথা হচ্ছে, তাই শুনছি।' কার কথা হচ্ছে ? বললে, ‘চন্দুলাল-এর। আরে, তুমি তাে চন্দুলাল নও। যদি তুমি আত্মা হও তাে চন্দুলাল -এর কথা নিজের উপর নেবেনা। প্রশ্নকর্তা : বাস্তবে ‘আমি তাে আত্মা-ই', নয় কি ? দাদাশী : এখনও তাে তুমি আত্মা হওনি। চন্দুলাল-ই তাে আছ ? ‘আমি চন্দুলাল’ এটা আরােপিতভাব। তােমার ‘আমি চন্দুলাল’ এই বিলীফ (ধারণা) দৃঢ় হয়ে গেছে। এটা রং বিলীফ (ভুল ধারণা)।। (২) বিলীফ -রং, রাইট! কত রকমের রং বিলীফ ‘আমি চন্দুলাল’ এই ধারণা, এই বিলীফ তাে তােমার রাতে ঘুমের
SR No.034054
Book TitleWho Am I Bengali
Original Sutra AuthorN/A
AuthorDada Bhagwan
PublisherDada Bhagwan Aradhana Trust
Publication Year2018
Total Pages56
LanguageBengali
ClassificationBook_Other
File Size3 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy