SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 93
Loading...
Download File
Download File
Page Text
________________ ৭৬ উত্তরাধ্যয়ন সূত্র (সাধু) পিংড়ােলএ (পিণ্ডাহারী=পরদত্ত আহারােপজীবী, ভিক্ষাচারী) ব (ও) দুসীলে ( দুঃশীল =দুরাচারসম্পন্ন ) ( হইলে ) পরগাও (নরক হইতে) ন মুচ্চঈ ( মুক্তিপ্রাপ্ত হয় না=অব্যাহতি প্রাপ্ত হয় না) ভিখাএ ( ভিক্ষাদ= ভিক্ষোপজীবী সাধু) বা (অথবা) গিহখে বা (গৃহস্থ ও) সুব্বএ (সুব্রত= নিরতিচার ব্রতপালনকারী =সদাচারসম্পন্ন ) ( হইলে) দিবং (স্বর্গলােকে) কম্মঈ (গমন করে) ॥২২ | সাধু ভিক্ষাচারী হইয়াও দুরাচারসম্পন্ন হইলে নরক হইতে অব্যাহতি প্রাপ্ত হয় না। ভিক্ষোপজীবী সাধুই হউক কিংবা গৃহস্থই হউক সদাচারসম্পন্ন হইলে স্বর্গলােকে গমন করে ॥২২। অগারী সামাইয়ংগাইং, সী কাএণ ফাস। পােসহং দুহও পকৃখং, এগরাইং ন হাবএ॥২৩ অপারী (গৃহস্থ =শ্রাবক) সড়ঢ়ী (শ্রদ্ধাবান ) ( হইয়া) সামাইয়ংগাইং ( অঙ্গোপাঙ্গযুক্ত সামায়িক) কাণ (কায়েবদ্বারা = মন, বচন ও কায়ের দ্বারা) ফাস (স্পর্শ করে = সেবন করে ) পােসহং (পৌষধ ব্রত) দুহও পকূখং ( উভয় পক্ষে = শুরু ও কৃষ্ণ উভয় পক্ষে, চতুর্দশী অমাবস্যা পূর্ণিমাদি তিথিতে ) ( করিবে ) (ও) এগরাইং ( একরাত্রি =একদিন কিংবা এক রাত্রিও) ন হাবএ (বাদ দিবে না)।২৩ গৃহস্থ শ্রদ্ধাবান্ হইয়া অঙ্গোপাঙ্গযুক্ত সামায়িকব্রত মনােবচন ও কায়েরদ্বারা সেবন করিবে এবং একদিন বাদ না দিয়া শুরু ও কৃষ্ণ উভয় পক্ষে পৌষধব্রত পালন করিবে |২৩|| ১। “অগারি’ টীকা ২ ও ৩ ২। “সামায়িকাঙ্গানি নিঃশঙ্কিতনি কাঙ্ক্ষিতনিৰ্বিচিকিৎসিতামূঢ়দৃষ্টিপ্রমুখ।নি” টীকা ১। সামায়িক জৈন গৃহস্থগণের প্রতিদিন আচরণীয় ব্রত। সমস্ত প্রাণীর প্রতি সমভাব অবলম্বন পূর্বক রাগদ্বেষ রহিত হইয়া দুই ঘটিকা বা ৪৮ মিনিট পর্যন্ত একস্থানে উপবেশন পূর্বক ধ্যানজপাদি করাকে সামায়িক ব্ৰত বলে। | ৩। “পােষণং পােষঃ স চেহ ধর্মস্য তং ধত্ত ইতি পোেষধ” টাকা ৩। চার প্রহর কিংবা আট প্রহরের জন্য ব্রহ্মচর্য অবলম্বন করিয়া আহার, শরীরচর্যা ও সমস্ত সাংসারিক কার্য পরিত্যাগ পূর্বক সাধুর স্যায় ধর্ম ধ্যান জপাদি দ্বারা অবস্থান করা রূপ যে ব্রত তাহাকে পৌষধ বা পােষধ ব্রত কহে। এই ব্রত নিজগৃহে না করিয়া ব্ৰতাদির জন্য কিংবা সাধুগণের অবস্থানের জন্য বিশেষভাবে রক্ষিতগৃহে করিতে হয়। এইরূপ গৃহকে পৌষধশাল কহে।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy