SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 448
Loading...
Download File
Download File
Page Text
________________ কেশীগৌতমীয় ( গৌতম উত্তর করিলেন ) সব্বলোগপ্নভংকরো ( সর্বলোক প্রভাকর=সমস্ত সংসারে আলোক প্রদানকারক ) বিমলো (বিমল = নির্মল ) ভাণ, ( ভানু= সূর্য ) উগ্‌গও ( উদ্‌গত হইয়াছেন = উদিত হইয়াছেন ) সো ( তিনি ) সব্বলোগংমি ( সর্বলোকে ) পাণিণং ( প্রাণিগণকে ) উজ্জোয়ং ( উদ্যোত= উজ্জ্বল ) করিসই ( করিবেন ) || ৭৬|| গৌতম উত্তর করিলেন, হে কেশীমুনি, সমস্ত সংসারে আলোকপ্রদানকারী নির্মল সূর্য উদিত হইয়াছে, সেই সমস্ত লোকের প্রাণিগণকে প্রকাশিত করিবে ৷৭৬|| ভাণু য় ইই কে বুত্তে, কেসী গোয়মমব্ববী। কেসিমেবং ১ ৰুবংতং তু, গোয়মো ইণমব্ববী ॥৭৭৷ ( শব্দার্থ পূর্ববৎ ) কেশীমুনি গৌতমকে প্রশ্ন করিলেন, ‘এই সূর্য কাহাকে বলে ?’ কেশীকে এইরূপ বলিতে দেখিয়া গৌতম উত্তর করিলেন ॥৭৭॥ উগ্‌গও খীণসংসারো, সব্বগ্ন জিণভক্‌খরো । সো করিসই উজ্জোয়ং, সব্বলোগংমি পাণিণং ॥৭৮৷ খীণসংসারো ( ক্ষীণসংসার = জন্ম, জরা ও মরণরূপ সংসারকে যিনি ক্ষয় করিয়াছেন ) সব্বগ্ন ( সর্বজ্ঞ ) জিণভরো ( জিনভাস্কর = তীর্থঙ্কররূপ সূর্য ) উগ্‌গও ( উদিত হইয়াছেন ) সো ( তিনি ) সব্বলোগংমি ( সর্বলোকে ) পাণিণ ( প্রাণিগণকে ) উজ্জোয় করিসই আলোক প্ৰদান করিবেন ) ॥ ৭৮|| জন্ম, জরা ও মরণরূপ সংসার ক্ষয়কারী সর্বজ্ঞ তীর্থঙ্কররূপ সূর্য উদিত হইয়াছেন ৷ তিনি সমস্ত বিশ্বের প্রাণিগণকে আলোক প্রদান করিবেন ॥৭৮|| সাহু সোয়ম পদ্মা তে, ছিন্নো মে সংসও ইমো ৷ অগ্নো হি সংসও মাং, তং মে কহস্থ গোয়মা ॥৭৯৷ ৪৩১ ( শব্দার্থ পূর্ববৎ ) ‘তও কেসিং' টাকা ১ ও ৩ । ১। ২। ‘এগও' টাকা ১ ৷
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy