SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 411
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩৯৪ উত্তরাধ্যয়ন সূত্র যেরূপ নির্বস্ত্র থাকে সেইরূপ, নির্বস্তু) পাসিয়া (দেখিয়া ) রহণেমী (রথনেমি) ভগ্নচিত্তো (ভগ্নচিত্ত =বিচলিতচিত্ত ) ( হইলেন) তীই বি (তাহার দ্বারা = রাজীমতীর দ্বারা) পচ্ছা (পশ্চাৎ ) ( বিচলিতচিত্ত রথনেমি ও) দিটুঠো ( দৃষ্ট হইয়াছিল ) ॥৩৪ রাজীমতী গুহার মধ্যে প্রবেশ করিয়া তাহার আদ্র পরিধেয় বস্ত্রাদি শুষ্ক করিবার জন্য বিস্তারিত করিলেন। গুহার মধ্যে পূর্ব হইতে স্থিত রথনেমি রাজীমতীকে নির্বস্তু দেখিয়া বিচলিত চিত্ত হইলেন। রাজীমতী ও রথনেমিকে পরে দেখিতে পাইলেন ৩৪|| ভীয়া য় সা তহিং দইইং, এগংতে সংজয়ং তয়ং। বাহাহিং কাউ সংগােফং, বেবর্মণী ণিসীয় ॥৩৫|| সা (সেই রাজীমতী) তহিং (সে স্থলে = গুহায় ) এগংতে ( একান্তে ) তয়ং সংজয়ং (সেই সংযত = সাধু রথনেমিকে) দটং (দেখিয়া) ভীয় (ভীতা হইলেন) (ও) বাহাহিং (বাহুর দ্বারা=উভয় হস্তের দ্বারা) সংগােফং কাউ (সংগুম্ফন করিয়া =উভয় স্তনকে আচ্ছাদিত করিয়া) বেবাণী ( বেপমানা= কম্পমানা) ( হইয়া) ণিসীয়ঈ ( নিষীদতি=উপবেশন করিলেন) ॥৩৫|| রাজীমতী গুহার মধ্যে একান্তে সাধু রথনেমিকে দেখিয়া ভীত হইলেন ও উভয় বাহুর দ্বারা স্তন যুগলকে আচ্ছাদন করিয়া কঁপিতে কঁপিতে ভূমিতে বসিয়া পড়িলেন ॥৩৫|| অহ সস বি রায়পুত্তো, সমুদ্দবিজয়ংগও। ভীয় পবেইয়ং ঠুং, ইমং বক্কমুদাহরে ॥৩৬৷৷ অহ ( তৎপরে) সমুদ্দবিজয়ংগও ( সমুদ্রবিজয়াঙ্গজ=সমুদ্রবিজয় রাজার পুত্র)। সস বি রায়পুত্তো (সেই রাজপুত্র রথনেমি ও) ( রাজীমতীকে) ভীয়ং ( ভীতা)। (ও) পবেইয়ং (প্রবেপিত =কম্পমানা) দং (দেখিয়া ) ইমং (এইরূপ ) বক্কং (বাক্য) উদাহরে (বলিলেন ) ৩৬|| | ১। সংগুম্ফং টীকা ৩। “সংগোফমন্যোন্যং বাহুসংগুম্ফনং স্তননাপরি মর্কটবন্ধমিত্যর্থ:” টীকা ২। ২। “প্রবেপিং কম্পমানাম” টাকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy