SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 402
Loading...
Download File
Download File
Page Text
________________ রথনেমীয় ৩৮৫ চউরংগিণীএ সেণা, বইয়া জহমং। তুরিয়াণ সন্নিণাএণ, দিব্বেণ গয়ণং ফুসে ১২। অহ ( তৎপরে) সাে (সেই নেমিকুমার) দসারচক্কেণ ( দশাহ চক্রের দ্বারা যাদবগণের দ্বারা) সব্বও ( সর্বত = চতুর্দিকে) পরিবারিও (পরিবারিত = পরিবৃত, বেষ্টিত ) য় (ও) জহমং ( যথাক্রমে = যথানিয়মে ) রইয়াএ ( রচিত =বিন্যস্ত ) চউরংগিণীএ (চতুরঙ্গিণী) সেণাএ (সেনার দ্বারা) (পরিবৃত এবং) তুরিয়াণ (ভূর্যের) গয়ণং ফুসে (গগনস্পর্শী =আকাশব্যাপী ) দিব্বেণ ( দিব্য =প্রধান ) সন্নিণাএণ (সংনিনাদের দ্বারা নিনাদের দ্বারা ) ( নিনাদিত হইয়া) উসিএন (উচ্ছিত =মস্তকোপরিধৃত ) ছত্তেণ ( ছত্রের দ্বারা) য় (ও) চামরাহি ( চামরের দ্বারা=উভয় পার্শ্বে চামরের দ্বারা) সােহিও ( শশাভিত ) ( হইতে লাগিলেন) ॥১১|১২|| | তৎপরে যাদবগণের দ্বারা চতুর্দিকে পরিবেষ্টিত হইয়া, যথা নিয়মে বিন্যস্ত চতুরঙ্গিণী সৈন্যের দ্বারা পরিবৃত এবং ভূর্যের গগনব্যাপী ঘাের নিনাদের দ্বারা নিনাদিত হইয়া সেই নেমি কুমার মস্তকোপরিধৃত ছত্র ও উভয় পার্শ্বে চামরের দ্বারা শশাভিত হইতে লাগিলেন ॥১১|১২|| এয়ারিসীএ ইটী, জুঈএ উত্তিমাঈয়।। ণিয়গাও ভবণাও, ণিজ্জাও বহ্নিপুংগবাে॥১৩ বহ্নিপুংগবাে ( বৃষ্ণিপুঙ্গব ) এয়ারিসীএ (এতাদৃশ =উপরে উক্ত) ইষ্টী (ঋদ্ধিতে সমারােহে) য় (ও) উত্তিমাঈ ( উত্তম) জুঈএ (দ্যুতিতে = আড়ম্বরে) ণিয়গাও (নিজের) ভবণাও ( ভবন হইতে) ণিজ্জাও ( নির্গত হইলেন) ॥১৩ | বৃষ্ণিপুঙ্গব নেমিকুমার উপরে লিখিত সমারােহ ও মহাড়ম্বরে নিজগৃহ হইতে বিবাহ করিতে নির্গত হইলেন ॥১৩ ১। “তুড়িযাণং টীকা ১ ও ৩। ২। ফুস’ টীকা ১। ৩। ‘জুত্তিএ’ টীকা ১। ৪। “উত্তমাঈ’ টীকা ১ ও ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy