________________
রথনেমীয়
দ্বাবিংশ অধ্যয়ন
সােরিয়পুরংমি শয়রে, আসি রায় মহড়টিএ।
বসুদেবিত্তি নামেণং, রায়লখণসংজু ॥১॥ সােরিয়পুরংমি শয়রে (সৌর্যপুর বা সৌরিপুর নামক নগরে ) রায়লকূখণসংজু (রাজলক্ষণ সংযুক্ত ) বসুদেবিত্তি নামেণং (বসুদেব এই নামে) মহভূঢিএ (মহা সমৃদ্ধিশালী ) রায়া (রাজা) আসি (ছিলেন) ॥১॥
সৌর্যপুর নগরে রাজলক্ষণযুক্ত বসুদেব নামক মহাসমৃদ্ধিশালী রাজা ছিলেন ॥১॥
তস ভজ্জা দুবে আসি, রােহিণী দেবঈ তহা।
তাসিং দোহ্নং পি দো পুত্তা, ইঠা রাম কেসবা ॥২॥ তস (তাহার = বসুদেব রাজার রােহিণী (রােহিণী ) তহা (তথা) দেবঈ (দেবকী) দুবে ভজ্জা (দুই ভার্যা ) আসি (ছিল) তাসিং (তাহাদিগের= রােহিণী ও দেবকীর ) দোহ্নং পি ( উভয়ের ) রাম কেসবা ( রাম ও কেশব নামক ) ইষ্টা (প্রিয়) দো পুভা (দুই পুত্র ) ( ছিল )।২||
বসুদেব রাজার রােহিণী ও দেবকী নাম্নী দুই ভার্যা ছিলেন এবং সেই উভয় রাজ্ঞীর রাম ও কেশব নামক প্রিয় দুই পুত্র ছিলেন ॥২॥
সৌৰিয়পুরংমি ণয়রে, আসি রায় মহড়টিএ।
সমুদ্দবিজএ ণামং, রায়লখণসংজু ॥ ( শব্দার্থ প্রথম শ্লোকের ন্যায় )
১। প্রাচীন কুশার্তদেশের রাজধানীর নাম সৌর্ষপুর ছিল। যাদবগণ দ্বারিকাতে যাইবার পুর্বে ইহা তাহাদের রাজধানী ছিল। বর্তমান আগ্রা হইতে উত্তর পশ্চিম কোণে যমুনা সমীপে বটেশ্বর নামক এক গ্রাম আঁজের ইহাই প্রাচীন সৌর্যপুর বলিয়া কথিত। শ্ৰমণ ভগবান মহাবী, পৃঃ ৩৯৬।
২। মহিড ঢিও টীকা ২। ৩। অইটুঠা’ টীকা ১। “অভীষ্টেী” টীকা ১।