________________
মৃগাপুত্ৰীয় করে?) কো (কে) সে (তাহাকে) ভত্তং চ ( ভক্ত =ভাত, আহার্যদ্রব্য ) পাণং চ ( ও পানীয় দ্রব্য) আহরিত্ত, (আহরণ করিয়া = আনয়ন করিয়া) পণমএ ( প্রদান করে?) [৭৯] | কেই বা তাহাকে ঔষধ দেয়? কেই বা তাহাকে সুখ স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে কেই বা তাহাকে আহার্য ও পানীয় দ্রব্য আনয়ন করিয়া দেয় ? |৭||
| জয়া য় সে সুহী হােই, তয়া গচ্ছই গােয়রং।
ভত্তপণ অটুঠা, বল্লরাণি সরাণি য় |৮|| জয়া (যখন) সে (সেই পীড়িত মৃগ) সুহী ( সুখী =রােগমুক্ত, সুস্থ ) হােই (হয়) তয় (তখন) (সে) গােয়রং গচ্ছই (গােচরে গমন করে = খাদ্যান্বেষণের জন্য ইতস্ততঃ বিচরণ করে ) (এবং) ভত্তপণ (খাদ্য ও পানীয়ের) অঠাএ (অর্থে =জন্য ) বল্লরাণি (গহন বনে বা সবুজ ঘাস বিশিষ্ট স্থলে ) য় (ও) সরাণি (সরােবরে ) (গমন করে) ॥৮|| | যখন সেই পীড়িত মৃগ স্বভাবতই সুস্থ হয় তখন সে খাদ্যান্বেষণের জন্য ইতস্ততঃ বিচরণ করে এবং খাদ্য ও পানীয়ের জন্য সবুজ ঘাস বিশিষ্ট স্থলে ও সরােবরে গমন করে ॥৮০ |
খাইত্তা পাণিয়ং পাউং, বল্লরেহিং সরেহি য়।
মিগচারিয়ং৩ চরিত্তাণং, গচ্ছ মিগচারিয়ং ॥৮১। (সেই সুস্থ মৃগ) মিগচারিয়ঃ (মৃগচর্যাতে পশুসুলভ ইতস্ততঃ ভ্রমণে ) চরিত্তাণং ( বিচরণ করিয়া) বল্লরেহিং (সবুজ ঘাস বিশিষ্ট স্থলে ) খাইভ ( আহার করিয়া) য় (ও) সরেহি ( সবরাবরে) পাণিয়ং পাউং ( জল পান করিয়া) মিগচারিয়ং (মৃগচর্যাতে=মৃগসুলভ ইতস্ততঃ বিচরণ করিতে ) গচ্ছঈ ( গমন করে ) ॥৮১।
সেই সুস্থ মৃগ ইতস্ততঃ বিচরণ করিতে করিতে সবুজ ঘাস বিশিষ্ট স্থলে আহার করিয়া এবং সরােবরে জলপান করিয়া পরিভ্রমণ করে ॥৮১।
১। “গােরিব পরিচিতেরভূভাগে চরণং ভ্রমণং গােচরগু” টীকা ২। ২। “বল্লরাণি হরিতলানি” টীকা ১। “বল্লরাণি গহনানি” টীকা ২ ও ৩। ৩। “মৃগাণাং চৰ্য্যা ইতশ্চেতশ্চোৎপ্লবনাত্মকং চরণং মৃগচৰ্য্যা তা” টীকা ২।