________________
মৃগাপুত্ৰীয়
৩২৭ (পাশের দ্বারা) কূড়জালেহিং ( কূটজালের দ্বারা) বাহিও (ধৃত) বদ্ধরুদ্ধে। (বদ্ধ ও রুদ্ধ ) ( হইয়া) বহুসসা (বহুবার) বিবাঈও (বিপাদিত=বিনাশিত ) ( হইয়াছি ) ॥৬৩ | আমি মৃগের ন্যায় বিবশ হইয়া পাশে ও জালে ধৃত, বদ্ধ ও রুদ্ধ হইয়া বহুবার ব্যাপাদিত হইয়াছি ॥৬৩||
| গলেহিং মগরজালেহিং, মচ্ছে বা অবসাে অহং।
উল্লিও ফালিও গহিও, মারিও য় অণংতসাে॥৬৪|| অহং (আমি) অবসস ( বিবশ ) (হইয়া) মচ্ছাে বা (মৎস্যের ন্যায় ) গলেহিং (বড়শীর দ্বারা) মগরজালেহিং ( মকরজালের দ্বারা =মৎস্য ধরিবার জালের দ্বারা অথবা মকরের দ্বারা ও জালের দ্বারা) গহিও (গৃহিত = ধৃত) উল্লিও ( উল্লিখিত = চিরিত ) ফালিও (বিদারিত) য় (ও) মারিও (মারিত = প্রহৃত ) ॥৬৪।
আমি পরবশ হইয়া মৎস্যের ন্যায় বড়শী ও জালের দ্বারা অনন্তবার ধৃত হইয়াছি এবং আমাকে চেরা হইয়াছে, ফাড়া হইয়াছে ও মারা হইয়াছে ॥৬৪।
বিদংসহিং জালেহিং, লেপ্লাহিং সউণে বিব।
গহিও লগগাে য় বদ্ধো য়, মারিও য় অণংতসাে॥৬৫) (আমি) সউণে বিব (শকুনির ন্যায় পক্ষীর ন্যায়) অণংতসাে ( অনন্তবার) বিদংসহিং ( বিদংশকের দ্বারা=শ্যেন পক্ষীর দ্বারা) গহিও (গৃহীত ) জালেহিং ( জালের দ্বারা) বদ্ধো (বদ্ধ ) য় (ও) লেপ্লাহিং (লেপের দ্বারা। =শিরীষাদি আঠার দ্বারা) লগগগা (লগ্ন =সংলগ্ন ) ( হইয়াছি) য় (এবং) মারিও (মারিত=বিনাশিত ).( হইয়াছি ) ॥৬৫।
আমি পক্ষীর ন্যায় অনন্তবার শ্যেন পক্ষীর দ্বারা ধৃত হইয়াছি, জালে বদ্ধ হইয়াছি এবং আঠাতে সংলগ্ন হইয়াছি ও পরে বিনাশিত হইয়াছি ॥৬৫||
১। “মকরজালেমৎস্যজালৈঃ” টাকা ১। “মুকরৈর্মকররূপৈঃ পরমাধার্মিকর্জালৈস্তৎকৃতৈস্তয়ােদ্ব ” টীকা ২।
২। “উল্লিখিতশ্চীরিতঃ” টীকা ১। ৩। “মারিতে গর্দভ ইৰ কুট্টিতঃ” টীকা ১।